বানিয়াচংয়ে আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন মাষ্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা : প্রতিবাদে বিক্ষোভ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 29 September 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন মাষ্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা : প্রতিবাদে বিক্ষোভ

Link Copied!

স্টাফ রিপোর্টার :    অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা দায়ে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টারকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) বারটায় দিকে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান ঊর্মি এ অভিযান পরিচালনা করে জরিমানা প্রদান করেন। ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা করার প্রতিবাদে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

ছবি : আওয়ামী লীগের সভাপতিকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করার প্রতিবাদে বিক্ষোভ করেছে যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

 

জানা যায়,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার তার বাড়ির সামনে শ’মিলের উত্তর পার্শ্বে খালি জায়গায় মাটি ভরাটের জন্য নিজের পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের কাজ শুরু করেন। ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে এ খবর পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালান সহকারি কমিশনার (ভূমি )এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফতা আরা জামান ঊর্মি।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সেখানে হাজির হয়েই ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টারকে প্রথমে ১ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে ৭ দিনের জেল দেয়ার ও নির্দেশনা দেন ভ্রাম্যামন আদালতের ম্যাজিস্ট্রেট ইফফাত আর জামান ঊর্মি। এতো টাকা জরিমানা দিতে অস্বীকার করায় আওয়ামী লীগ সভাপতি আমির হোসেন মাষ্টারকে উঠিয়ে নেয়ার চেষ্টা চালায় তারা।

 

ছবি : বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন নেতাকর্মীরা

 

পরে খবর পেয়ে আওয়ামী লীগের উপজেলার নেতাকর্মীরা হাজির হয়ে জরিমানার সমোদয় টাকা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরবর্তীতে উপর মহলের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মি তার দেয়া রায় পরিবর্তন করে ১ লাখ টাকার পরিবর্তে ১৮৬০/দন্ডবিধি ধারায় সরকারের নির্দেশা অমান্য করায় ৫ হাজার টাকা জরিমানা করেন তিনি। এদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা করায় বিষয়টি তাৎক্ষনিক ছড়িয়ে পড়লে আমির হোসেন মাষ্টারের বাড়িতে জড়ো হতে থাকেন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একজন মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেনেও কেন জরিমানা করা হল সেটা নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন উপস্থিত নেতারা।

 

একপর্যায়ে সভাপতি আমির হোসেন মাষ্টারের বাড়ি থেকেই একটি বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বড়বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ,উপজেলা ভূমি অফিস হয়ে শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

এর আগে মিছিলটি ভূমি অফিসের সামনে গিয়ে সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মির বিরুদ্ধে নানা ধরণের উসকানিমুলক শ্রোগান দেয় মিছিলকারীরা। বিশৃঙ্খলা এড়াতে খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের একটি দল বানিয়াচং বড়বাজারের বিভিন্ন জায়গায় টহল দিতে শুরু করেছে।