রায়হান উদ্দিন সুমন : জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদ এর পুত্র কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক,আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এর উদ্যোগে করোনা ভাইরাস মহামারি দুর্যোগ মোকাবিলায় এই সংকটময় মুহুর্তে বানিয়াচংয়ে অসহায় গরীব ও দিনমজুরদের মধ্যে চাল,ডাল,আলু,সাবান,মাস্ক,গ্ল্যাভসসহ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
রোববার (২৯মার্চ) উপজেলা সদরের বিভিন্ন এলাকার প্রায় ২শ’র বেশি লোকদের মধ্যে এসব বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জামাল আহমেদ,সাংবাদিক মো. আশিকুল ইসলাম,শরীফ উদ্দিন গণগন্থাগরের সভাপতি মাওলানা আলাউদ্দিন,সাধারণ সম্পাদক বিবলু মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আনোয়ার হোসেন আলতু,রায়হান মিয়া প্রমুখ।
আওয়ামী লীগ নেতা ময়েজ উদ্দিন শরীফ রুয়েল দৈনিক আমার হবিগঞ্জকে জানান, করোনাভাইরাস মোকাবিলায় যতদিন সরকারের এই নির্দেশনা থাকবে ততদিন এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।