বানিয়াচংয়ে আইপিএলকে ঘিরে বসছে জমজমাট জুয়া : নি:স্ব হচ্ছেন অনেকেই - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 6 October 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে আইপিএলকে ঘিরে বসছে জমজমাট জুয়া : নি:স্ব হচ্ছেন অনেকেই

Link Copied!

স্টাফ রিপোর্টার  :  বাঙালি জাতির এক আবেগের নাম ক্রিকেট। তবে এক ধরনের অসাধুচক্র ক্রিকেট নিয়ে প্রতিনিয়তই হাজার হাজার টাকার ফলাফল বাজি, ওভারবাজি, রানবাজিসহ বিভিন্ন ধরনের জুয়া খেলছে। জুয়াবাজির ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেকেই। প্রকাশ্য দিবালোকেই জুয়াবাজি চলছে রাস্তার মোড়ের দোকানসহ বানিয়াচংয়ের আনাচে-কানাচে।

 

ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) নিয়ে বানিয়াচংয়ের সর্বত্র বসছে জুয়ার আসর। টি-টোয়েন্টি ফরম্যাটের এই খেলাকে কেন্দ্র করে বানিয়াচংয়ের অলিগলিতে বসছে জমজমাট জুয়া।

 

 

বানিয়াচংয়ের সবকটি বাজারসহ গ্রামে গ্রামে চলছে লাখ লাখ টাকার জুয়া খেলা। এতে জড়িয়ে পড়েছেন রাজনৈতিক নেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। খেলা শুরু হওয়ার পর থেকে এই বাজি ১শ’ থেকে শুরু হয়ে কয়েক লাখ টাকা পর্যন্ত ধরা হচ্ছে। কেবল ম্যাচে হারজিত নিয়েই বাজি নয়, প্রতি ওভারে ওভারে এমনকি বলে বলে বাজি ধরছেন ছোট-বড় বাজিকররা।

 

এতে করে প্রতিদিনই প্রায় কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বাজিকরের দল। জুয়াতে আসক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক জুয়াড়ি বলেন, এই চক্র বিকাশ অথবা বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা লেনদেন করে থাকে। কেউ কেউ আবার নগদে এ লেনদেন করেন। তিনি আরও জানান, প্রতি বছর আইপিএল খেলাকে কেন্দ্র করে একটি প্রভাবশালী মহল সক্রিয় হয়ে ওঠে এবং কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।

 

খোঁজ নিয়ে জানা যায়, খেলা শুরুর পর থেকেই টিভির পর্দার সামনে জড়ো হতে থাকে জুয়াড়িরা। খেলা চলাকালে যদি বিদ্যুৎ চলে যায় তাতে কোনো অসুবিধা নেই। একটি স্মার্টফোন থাকলেই হল। তারপর চলে মোবাইলের মাধ্যমে খেলা দেখা। আইপিএলের প্রতিটি ম্যাচ নিয়ে হাট-বাজারের বিভিন্ন বিপণি বিতান, চায়ের দোকান, পানের দোকান, নামসর্বস্ব ক্লাব থেকে শুরু করে সর্বত্র চলছে এই জুয়া খেলা। জুয়াড়িরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণকারী দু’দলের মোট রান, খেলোয়াড়দের ব্যক্তিগত রান, উইকেট, ওভার প্রতি কত রান উঠতে পারে, ওভারে কোনো নো-বল বা ওয়াইড হবে কি-না এসব নিয়ে তাৎক্ষণিক নির্ধারিত হারে নগদ অর্থ বাজি ধরা হয়।

 

এসব অর্থের জোগান দিচ্ছেন এলাকার চিহ্নিত কয়েকজন সুদ ব্যবসায়ী। এই খেলায় কেউ কেউ লাভবান হলেও অনেকেই সর্বস্বান্ত হচ্ছেন। স্থানীয়দের ধারণা এখনি এ ব্যাপারে ব্যবস্থা না নিলে পুরো উপজেলায় অপরাধমূলক কর্মকান্ড বাড়বে। আর এসব কারণে ক্রিকেট জুয়ার সাথে জড়িতদের অভিভাবকরাও শঙ্কিত হয়ে পড়েছেন তাদের সন্তানদের নিয়ে।

 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন দৈনিক আমার হবিগঞ্জকে জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে।