তানজিল হাসান সাগর,বানিয়াচং : বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে সবার পাশে আছে এনআরবি ব্যাংক। করোনা মোকাবেলায় এবার দেশের বিভিন্ন অঞ্চলের খেটে-খাওয়া মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এনআরবি ব্যাংক লিমিটেড। এ্ররই ধারাবাহিকতায় সিলেটের কৃতি সন্তান এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান, প্রতিষ্ঠাতাকালীন চেয়ারম্যান ইকবাল আহমেদ এমবিই, ব্যাংকের পরিচালকবৃন্দ,শেয়ারহোল্ডারবৃন্দ ও ম্যানেজমেন্টের আন্তরিক প্রচেষ্টায় এবার বানিয়াচংয়ে প্রাণঘাতি করোনা ভাইরাস কোভিট-১৯ এর ফলে অসহায় হয়ে পড়া দরিদ্র নারী-পুরুষের পাশে দাঁড়িয়েছে এনআরবি ব্যাংক বাংলাদেশ। এই ব্যাংকের অর্থায়নে এবং ব্যাংকের পরিচালক মাহিউল মুকিত খানে উদ্যোগে ১ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ছবি : অসহায় মহিলা হাতে খাদ্য সামগ্রী তোলে দিচ্ছেন ব্যাংক কর্মকর্তাসহ অতিথিবৃন্দ
রোববার (১৭মে) দুপুর ১টায় যাত্রাপাশা সমুর্তাজিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ইকবাল হোসেন খান।
এনআরবি ব্যাংক বাংলাদেশের তিনি অন্যতম ১জন শেয়ার হোল্ডার ডা. মাহিউল মুকিত খান। বাংলদেশ বংশোদ্ভুত বৃটেনের চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহিউল মুকিত খান হচ্ছেন বানিয়াচং যাত্রাপাশা গ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারে জন্ম নেয়া বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুত মুকিত খান ও ডা. মমতাজ বেগম এর এর কনিষ্ট পুত্র। তাঁরা সবাই বৃটেনের নাগরিক। ৩ চাঁচার মধ্যে পিতাসহ ২জন জীবিত এবং ২জন প্রয়াত। বড় চাঁচা মরহুম আব্দুস শহীদ খান ছিলেন একজন সমাজসেবক, শিক্ষানুরাগিও পঞ্চায়েত ব্যক্তিত্ব। ছিলেন বহু দাতব্য সংস্থার সাথে জড়িত। তিনি দূরদর্শি সম্পন্ন একজন গুণীজন ছিলেন। মেজ চাঁচা মরহুম আব্দুল হাই খান ছিলেন ঐতিহ্যবাহী এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন গুণী শিক্ষক। পাশাপাশি বানিয়াচং তথা হবিগঞ্জের একজন খ্যাতিমান ক্রিড়াবিদ ও রেফারী হিসেবেও ব্যাপক সুনাম ছিল। তিনি প্রাজ্ঞ একজন গ্রাম্য বিচারকও ছিলেন। ছোট চাঁচা এম এ মতিন খান ওবিই বৃটেনের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং দানবীর হিসেবে সর্বজন প্রশংসিত।

ছবি : খাদ্য বিতরণের সময় বক্তব্য রাখছেন আ’লীগের সেক্রেটারি ইকবাল হোসেন খান
তিনি তাঁর জন্মস্থান বানিয়াচংয়ের পশ্চাদপদ নারীদেরকে শিক্ষায় অগ্রসর করার জন্য ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করেন সুফিয়া-মতিন মহিলা ডিগ্রি কলেজ। এর পর প্রতিষ্ঠা করেন সুফিয়া-মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। বানিয়াচংয়ে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহসহ বহু প্রতিষ্ঠান এর নির্মাতা তিনি। বলা হয়ে থাকে এ যাবতকালে বানিয়াচংয়ে বেসরকারি খাতে সর্বোচ্ছ ব্যয়কারি মহান ব্যক্তিত্ব হচ্ছেন এম এ মতিন খান ওবিই। এ বংশের জ্যেষ্ঠ সন্তান আলহাজ্ব রেজাউল মোহিত খান বানিয়াচং তথা হবিগঞ্জের অন্যতম একজন আলোকিত মুখ। তিনি বহু দাতব্য সংস্থার সাথে সম্পৃক্ত থেকে মাতৃভূমির জন্য নিখাদভাবে কাজ করে যাচ্ছেন।
জনপ্রিয় মাসিক পত্রিকা ‘তরঙ্গ’ ও ‘তরঙ্গ’২৪.কম অনলাইন পোর্টালের সম্পাদক মন্ডলির সভাপতি হিসেবে দায়িত্বে আসীন আছেন। তা ছাড়া সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কৃষকলীগ নেত্রী শামীমা শাহরিয়ার খানম তাঁর চাঁচাত বোন। ইতিমধ্যে বাংলাদেশে যে ক’জন মহিলা রাজনীতিবিদ নিজ যোগ্যতায় দ্যুতি ছড়াচ্ছেন এর মধ্যে অন্যতম হচ্ছেন তিনি। তা ছাড়া এ পরিবারের প্রত্যেক সদস্য উচ্চ শিক্ষার পাশাপাশি নিজ নিজ অবস্থানে সুপ্রতিষ্ঠিত।

ছবি : অসহায় দরিদ্রদের জন্য রাখা খাদ্য সামগ্রী
খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংক সিলেট ব্রাঞ্চের ম্যানেজার নিখিলেশ দাশ,বানিয়াচং উপজেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক এনামুল মোহিত খান,দৈনিক আমার হবিগঞ্জের বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন,সাহিত্য পত্রিকা “তরঙ্গ’র সম্পাদক শিব্বির আহমেদ আরজু,সাংবাদিক আশিকুল ইসলাম,তানজিল হাসান সাগর প্রমুখ ।