বানিয়াচংয়ে অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ করলেন এমপি মজিদ খান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 29 March 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ করলেন এমপি মজিদ খান

Link Copied!

রায়হান উদ্দিন সুমন : করোনা ভাইরাস মোকাবিলায় বানিয়াচংয়ে ত্রাণ বিতরণ করেছেন সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জননেতা জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি।  রোববার (২৯মার্চ ) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে গরীব অসহায় লোকদের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মামুন খন্দকার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার সহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  এমপি মজিদ খান পরবর্তীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।