বানিয়াচংয়ে অসহায়দের পাশে প্রভাষক মহিবুর - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 17 April 2020

বানিয়াচংয়ে অসহায়দের পাশে প্রভাষক মহিবুর

Link Copied!

জসিম উদ্দিন, বানিয়াচংঃ  করোনাভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনার পর ২৫ মার্চ থেকে দেশের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ২৬ মার্চ থেকে সরকারি-বেসরকারি সব অফিসও বন্ধ হয়ে গেছে। এরপর যোগাযোগ ব্যবস্থাও রয়েছে বিচ্ছিন্ন। একই সঙ্গে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা রয়েছে সরকারের পক্ষ থেকে। তাই অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। আর্থিকভাবে সচ্ছলরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মজুদ করলেও দিনমজুরদের সে সুযোগ নেই। তাই সারাদশের ন্যায় বিপাকে পড়েছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামের খেটে খাওয়া মানুষ। যদিও আর্থিকভাবে অনেক সচ্ছল পরিবার অসহায়দের পাশে দাড়াচ্ছেন। বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় বিতরণ করছেন ত্রাণ।

ছবি : কাগাপাশা গ্রামের এক দরিদ্র লোকের হাতে থাদ্য সামগ্রী তোলে দিচ্ছেন এমপি মজিদ খান। পাশে রয়েছেন প্রভাষক মহিবুর রহমান

এই সংকটময় মুহুর্তে শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৪ টার দিকে বানিয়াচং উপজেলার ৬ নং কাগাপাশা ইউনিয়নের কাগাপাশা, ইছবপুর, নজিপুর, হায়দরপুর,চানপুর এবং উমরপুর গ্রামের ২শ অসহায় পরিবারের মাঝে চাল  বিতরণ করলেন প্রভাষক মহিবুর রহমান।

সুফিয়া-মতিন মহিলা ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মহিবুর রহমান শুধু ত্রাণ বিতরণই করেননি। পাশাপাশি গেলো কয়েকদিন ধরে তিনি কাগাপাশার বিভিন্ন গ্রামে জীবাণুনাশক ওষুধ স্প্রে করেছেন এবং করোনাভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করতে বিতরণ করেছেন লিফলেট।

দেশের এই ক্রান্তিলগ্নে তার এই মানবিক কর্মকান্ডের জন্য এলাকায় প্রশংসায় ভাসছেন প্রভাষক মহিবুর রহমান। তিনি বলেন, দেশের এই সংকটময় পরিস্থিতে নিজের  সাধ্যমত সাহায্য নিয়ে অসহায়দের পাশে দাঁড়াতে খুব ভালো লাগছে।  এই মুহুর্তে  বিত্তবানরা  সবাই  যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে দেশের কেউ অনাহারে থাকবে না।

চাল বিতরণকালে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান উপস্থিত ছিলেন।

 

বানিয়াচং সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়