বানিয়াচং উপজেলা সদেরর বাজারগুলোতে তীব্র যানজটে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বাজারবাসীসহ রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ। ইজিবাইক-টমটমগুলো বিশৃঙ্খলভাবে চলাচল করায় যানজটের সৃষ্টি হচ্ছে। তীব্র যানজটের কবলে বাজারবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন।
বানিয়াচং নতুন বাজারের কলেজ রোজ, এল আর হাইস্কুল রোড, হাসপাতাল রোড, বড়বাজারের এস আর অফিস রোড, উপজেলা রোড,পোস্ট অফিস রোডসহ বিভিন্ন জায়গায় সব সময় যানজট লেগেই থাকে। যানজটে নাকাল হয়ে পড়েছে প্রাত্যহিক জীবনযাত্রা।
অনিয়ম আর অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে বানিয়াচংয়ের পরিবহন ব্যবস্থা। পরিবহন সিন্ডিকেটের কাছে যেন অনেকটাই জিম্মি এই এলাকার মানুষ। বিভিন্ন মোড়ে গাড়ি থামিয়ে যাত্রী তোলা আর যত্রতত্র ইজিবাইক-টমটম রাখার বিষয়ে প্রশাসনও যেন নিরুপায় তাদের কাছে।
পাশাপাশি বানিয়াচং উপজেলা জুড়ে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা আর টমটম এর অবৈধ স্ট্যান্ডের ছড়াছড়ি থাকলেও এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাজারের ব্যবসায়ী নেতারা ও প্রশাসন যেন রহস্যজনক কারণে নীরবতা পালন করছে। বাজার ব্যবসায়ী এবং ফুটপাতের লোকজনের সঙ্গে আলাপকালে তারা জানান, বাজারের মধ্যে যানজট লাগে মানুষের স্বভাবের কারণে। এ মানুষগুলো হচ্ছে পরিবহন জগতের মানুষ। সকালে তারা বিভিন্ন যানবাহন নিয়ে রাস্তায় বের হন।
নির্দিষ্ট স্ট্যান্ড থেকে বের হয়েই বিভিন্ন পয়েন্টে টমটম-অটো রিক্সা দাঁড় করিয়ে রাখেন যাত্রী তোলার আশায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। অফিসগামী যাত্রী ছাড়াও বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীদের দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে দেখা গেছে। কেউ আবার বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা হয়েছেন।
বানিয়াচং নতুন বাজারের পশ্চিম দিক থেকে চনু মিয়ার বিকাশের দোকান পর্যন্ত যানজটে স্থবির হয়ে ছিল যানবাহনগুলো গত মঙ্গলবার বেলা সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এমনই দৃশ্য দেখা গেছে। স্কুল যাওয়ার জন্য নিয়ে সন্তানকে নিয়ে যাচ্ছিলেন হেনা বেগম। তিনি বলেন, গত কয়েকদিন ধরেই যানজট বৃদ্ধি পেয়েছে। বাজারের পশ্চিম মাথা থেকে ডিজিল্যাবের সামনে আসতে আমার ২০ মিনিট সময় লেগেছে। যেখানে ৫মিনিট লাগার কথা। যানজটের কারণে টমটম সামনের দিকে আগাতে পারছেনা। কি করবো পরে বাধ্য হয়ে নেমে হেঁটেই রওয়ানা দিয়েছি।
অবৈধ টমটম স্ট্যান্ডগুলোর ব্যাপারে বানিয়াচং নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ¦ রেজাউল মোহিত খান জানান, আমরা প্রায়শই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও অদৃশ্য শেল্টারে তারা আবার পুনরায় সেখানে বসে পড়ে। বাজার যানজটমুক্ত করতে হলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে এবং পরিবহন মালিকদের সচেতন হতে হবে সবার আগে।
এদিকে উপজেলার আইনশৃঙ্খলা কমিটির বিগত মাসিক সভায় কোনো কিশোর ইজিবাইক বা টমটম চালক হতে পারবে না মর্মে একটি সিদ্ধান্ত নেয়া হয়। বলা হয় বানিয়াচংয়ে ১৮ বছরের নিচে ইজিবাইক/টমটম ও মিশুকের কোন চালক হতে পারবে না। এতে করে দেখা যায় দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীসহ পথচারীরা। কিন্তু সিদ্ধান্ত নেয়ার পর থেকে অদ্যবধি পর্যন্ত তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।
বিষয়টি নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, আইনশৃঙ্খলা কমিটির কোনো সিদ্ধান্ত আজ পর্যন্ত কার্যকর হয়নি। এটাও হবেনা। শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ থাকে। এই বিষয়ে কথা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবুর রহমানের সাথে। তিনি জানান, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে। আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত কেন কার্যকর হচ্ছেনা এই প্রশ্নের জবাবে ইউএনও বলেন, সিদ্ধান্ত নেয়া হয়েছে ঠিক আছে। এদের বিরুদ্ধে অভিযান ও চালানো হয়েছে খোঁজ নিয়ে দেখতে পারেন।