রায়হান উদ্দিন সুমন : হবিগঞ্জের বানিয়াচংয়ে অবৈধ উপায়ে হবিগঞ্জ বানিয়াচং ১নং ইউনিয়নের বাগ মহল্লা থেকে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে দুইজনকে ১লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খান। অর্থদন্ডপ্রাপ্তরা হলেন,আমির খানীর মহল্লার জয়নাল মিয়ার পুত্র সুমন মিয়া (৩০) ও কামাল খানী মহল্লার রোশন আলীর পুত্র ফয়সল মিয়া(২৫)।
বৃহস্পতিবার (১২মার্চ) দুপুর সাড়ে এগারটায় ভূমি অফিস প্রাঙ্গনে এ রায় প্রদান করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান জানান,অবৈধ উপায়ে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে আটক দুইজন এই অর্থদন্ড দেয়া হয়েছে। অবৈধ উপায়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি। অভিযানে ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করে বানিয়াচং থানা পুলিশের একটি দল।