বানিয়াচংয়ে অপ্রাপ্ত বয়স্ক অটোরিক্সা চালকসহ ৪ জনকে জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 19 November 2019
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে অপ্রাপ্ত বয়স্ক অটোরিক্সা চালকসহ ৪ জনকে জরিমানা

অনলাইন এডিটর
November 19, 2019 11:53 pm
Link Copied!

ছবিঃ বানিয়াচংয়ে সড়ক পরিবহন আইনে অপ্রাপ্ত বয়স্ক অটোরিক্সা চালককে জরিমানা আদায়ের সময়।

রায়হান উদ্দিন সুমন,বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে মোটরযান আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, ইজিবাইক, ব্যাটারিচালিত ৭টি অটোরিক্সা আটক করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ৪জন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় বানিয়াচং নতুনবাজারের বিভিন্ন পয়েন্টে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খন্দকার,সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় বিভিন্ন যানবাহন থামিয়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৭৫ ধারায় মোটরসাইকেল চালক আবুল খায়ের কে ৫ হাজার টাকা, দীপু বণিককে ৫ হাজার টাকা,মোক্তার হোসেনকে ৫ হাজার টাকা ও পারভেজ মিয়াকে ১হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৯ ও ৫২ ধারায় মেসার্স সহিবুর স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। পাশাপাশি বেপরোয়া অটোরিক্সা চালকদের বিরুদ্ধেও অভিযান চালানো হয়। বাজারের কয়েকটি পয়েন্ট থেকে ৭ জন অপ্রাপ্ত বয়স্ক অটোরিক্সা চালকদের তাদের গাড়িসহ আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার বলেন -সড়কে শৃঙ্খলা ফেরাতে ও সড়ক পরিবহন আইন কার্যকর করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন বানিয়াচং থানার এসআই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ।