বানিয়াচংয়ে অপ্রাপ্তবয়সে ইজিবাইক চালনায় ক্রমেই বেড়ে চলেছে দুর্ঘটনা। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 6 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে অপ্রাপ্তবয়সে ইজিবাইক চালনায় ক্রমেই বেড়ে চলেছে দুর্ঘটনা।

Link Copied!

 

 


বানিয়াচং প্রতিনিধি :: বানিয়াচংয়ে অপ্রাপ্তবয়সে ইজিবাইক চালনায় ক্রমেই বেড়ে চলেছে দুর্ঘটনা। এতে প্রতিনিয়তই দুর্ভোগে পরতে হচ্ছে পতচারী যাত্রীদের। তাই আজ বানিয়াচং উপজেলার আদর্শ বাজারে সরেজমিনে গুরতে গেলে এ ঘটনা দেখা যায়। সেখানে দেখা যায় ছোট এক ছেলে বয়স আনুমানিক ১২/১৩ হবে।

 

সে ইজিবাইক চালায়। তখন রাস্তা দিয়ে জাওয়ার সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে গিয়ে পরে। দেখা ছোট ছেলে তার জান বাচানো দায়। অতচ সে রাস্তা যাত্রী নিয়ে চলাচল করে। তাছাড়াও বানিয়াচং অধিকাংশ মিশুক গাড়ির চালকই রয়েছে অপ্রাপ্তবয়স্ক। সরেজমিনে বানিয়াচং প্রপার সব গুলো জায়গা গুরে দেখলে দেখা যায় প্রায় ৩/৪ চারশ মিশুক গাড়ি রয়েছে। তার মধ্যে ৯০% চালকই রয়েছে অপ্রাপ্তবয়স্ক। এতে করে প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পরতে হচ্ছে সাধারণ জনগনের। এবিষয়ে কথা হয় পথচারী ছাব্বির মিয়ার সাথে, তিনি দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন বানিয়াচং অপ্রাপ্তবয়স্ক ইজিবাইক চালক ক্রমেই বেড়ে চলেছে।

 

এতে বেড়ে চলেছে দুর্ঘটনা ও। তিনি আরও বলেন আমরা রাস্তা দিয়ে চলতে গেলে এইসব গাড়িতে চলাচল করতে ভয় লাগে। কারন ছোট ছোট ছেলেটা গাড়ি চালায় এবং তারা দ্রুত গতিতে চালায়। এতে দুর্ভোগে পরছি আমরা সাধারণ জনগন। এপ্রসঙ্গে বানিয়াচং উপজেলা নির্বাহি অফিসার জনাব মাসুদ রানার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন আসলে আমরা যাদের লাইসেন্স আছে তাদেরকে রাস্তায় গাড়ি চলাচল এর অনুমতি দিয়েছি। এবং যাদের লাইসেন্স নেই এবং যারা অপ্রাপ্তবয়সে গাড়ি চালাচ্ছে আমরা তাদের অতিশীঘ্র আইনের আওতায় আনব এবং তাদের বিরুদ্দে যথাযথ ব্যবস্তা গ্রহণ করব।