শেখ সজীব হাসান ,বানিয়াচং : বানিয়াচং উপজেলার সদরের বড়বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমান হবে প্রায় ৩ কোটি টাকার মতো।
গত শনিবার দিবাগত রাত ১.৩০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও জনসাধারণ মিলে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনেন ।এতে ইবনে সিনা ফার্মেসী ও সিয়াম ষ্টোর সহ ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান একেবারেই পুড়ে ছাই হয়ে যায়।

ছবি : আগুন লেগে ভস্মিভূত একটি দোকান
এ বিষয়ে বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদিন জানান,গতকাল মধ্য রাতে আগুনের খবর পেয়ে আমি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করি।ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট একত্রে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ এই অগ্নিকান্ডে ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
এতে প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ।
এ ব্যাপারে বানিয়াচং ফায়ার সার্ভিসের ইউনিট লিডার ফয়েজ আহমেদের সাথে কথা হলে তিনি জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।