ইমদাদুল হক মাসুম,বানিয়াচং : করোনা ভাইরাসের কারনে সারা পৃথিবীর মানুষ যখন গৃহবন্দী জীবন যাপন করছে ঠিক তার বিপরীত অবস্থান করছে বানিয়াচং এর অধিকাংশ যুবকেরা। প্রতিদিন বিকেল হলেই তারা পাড়ি জমাচ্ছে লক্ষীবাওর হাওরে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা যুবকেরা তোয়াক্কা করছেন না প্রশাসনের কঠোর আইন।যার ফলে বাড়তে পারে ভাইরাসের ভয়াবহতা।
এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার লোকেরা একত্র হয়ে খেলছেন লুডু নামক জুয়া। গভীর এই জঙ্গলে বসে কেউবা সেবন করছে নেশা সামগ্রী। বর্তমানে জুয়া খেলার অন্যতম স্পট হিসেবে গড়ে উঠেছে এই জলাবন। দেশের এই সংকটময় মুহুর্তে প্রশাসনের উচিত এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করার। অন্যথায় উপজেলার আপামর জনতাকে সম্মুখীন হতে হবে করোনা ভাইরাস নামক মহামারিতে। এলাকাবাসী তথা সচেতনমহলের দাবি দ্রুত এই দিকে নজর দেয়ার।
বিষয়টি নিয়ে বানিয়াচং উজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার মহোদয়ের সাথে কথা বলার চেষ্টা করা হলে তার ব্যবহৃত নাম্বারটি ব্যস্ত থাকায় তা সম্ভব হয়নি।