বানিয়াচংয়ের বিথঙ্গল আখড়ায় বাড়ছে পর্যটকের সংখ্যা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 7 September 2024

বানিয়াচংয়ের বিথঙ্গল আখড়ায় বাড়ছে পর্যটকের সংখ্যা

Link Copied!

বানিয়াচং উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে হাওড় পাড়ে বিথঙ্গল গ্রামে আখড়াটি অবস্থিত। যা বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্য অন্যতম তীর্থস্থান। এ আখড়ার প্রতিষ্ঠাতা রামকৃষ্ণ গোস্বামী উপমহাদেশের বিভিন্ন তীর্থস্থান সফর শেষে ষোড়শ শতাব্দিতে ঐ স্থানে আখড়াটি প্রতিষ্ঠিত করেন। এ আখড়ায় ১২০জন বৈষ্ণবের জন্য ১২০টি কক্ষ রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য হলেও এ আখড়াটি এখন পর্যটনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।

ঐতিহাসিক এ আখড়াটি দেখতে প্রতিদিন শতশত নারী পুরুষ ও শিশু-কিশোররা এখানে ভীড় করছেন। বর্ষা মৌসুমে প্রতিদিনই এখানে পর্যটকদের ভীড় লেগে থাকে। এই আখড়াটি বর্ষা মৌসুমে পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে দিনের পর দিন। ঐতিহাসিক এ নিদর্শনটি দেখতে হবিগঞ্জসহ সিলেট বিভাগের দুর-দুরান্ত থেকে প্রতিনিয়তই লোকজন ছুটে আসছেন। বর্ষা মৌসুমে আঁকাবাঁকা পথ বেয়ে নৌকায় চড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে করতে দর্শনার্থীরা পৌঁছে যায় বিথঙ্গল আখড়ায়।

এক সময়কার জরাজীর্ণ এ আখড়াটির ভবনগুলো বর্তমানে সংস্কার করায় আবার তার পুরনো জৌলুস ফিরেছে। ফলে দর্শনার্থীরা আবার ভিড় জমাচ্ছেন বিথঙ্গল আখড়াতে। প্রতিদিনি ই এই আখড়ায় নৌকাযোগে দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা পিকনিক করতে আসছেন এই ঐতিহাসিক স্থাপনায়। স্থানীয় বাসিন্দা এম এ কাদির বাবুল জানান, প্রতিদিনিই দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় শতাধিক নৌকা আসে এই ঐতিহাসিক আখড়ায়। পর্যটকরা এই স্থাপনার নিদর্শন ছবি উঠিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

ফলে এটি দেশ-বিদেশে থাকা নেটিজেনদের কাছে পৌছে যাচ্ছে সহসাই। হেমন্ত মৌসুমে হবিগঞ্জের কামড়াপুরের ব্রিজ হতে জীপযোগে সুজাতপুর হয়ে নৌকো যোগে, পায়ে হেটে কিংবা বর্ষা মৌসুমে হবিগঞ্জ কালারডুবা থেকে নৌকা অথবা বানিয়াচং আদর্শবাজার ও আজমিরীগঞ্জের শিবপাশা হতে নৌকা যোগে যাওয়া যায় বিথঙ্গল আখড়াতে।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়