বানিয়াচংয়ের নতুন ইউএনও মাসুদ রানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 19 June 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ের নতুন ইউএনও মাসুদ রানা

Link Copied!

বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন জনাব মাসুদ রানা। (১৮ জুন) বৃহস্পতিবার  বিকেলে সদ্য পদোন্নতি জনিত কারনে বদলি হওয়া  উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার এর কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে তিনি দায়িত্বভার গ্রহন করেছেন । মাসুদ রানা ৩৩ তম বিসিএস ক্যাডার হিসেবে  নিয়োগ লাভ করে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। সেখান থেকে পদোন্নতি পেয়ে সিলেট  কোম্পানিগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার  (ভুমি), হবিগঞ্জ সদরে সহকারী কমিশনার (ভুমি)  এবং হবিগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ে আরডিসি  হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

গত ১জুন ২০২০ তারিখে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদোন্নতি লাভ করেন। এ ব্যপারে নবাগত ইউএন ও মাসুদ রানা দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন- হবিগঞ্জ জেলার অন্যতম একটি উপজেলা বানিয়াচং। এ উপজেলায় স্যার ফজলে হাসান আবেদ, সুবির নন্দীসহ আরও অনেক গুনি ব্যক্তির জন্ম হয়েছে। রয়েছেন জাতীয় সংসদের স্হায়ী কমিটির সভাপতি হবিগঞ্জ ২ আসন  থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট এমপি আব্দুল মজিদ খান এর মত একজন দক্ষ ব্যক্তি। তিনি দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।