বানিয়াচংয়ের গুনই গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু! - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 27 April 2020

বানিয়াচংয়ের গুনই গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু!

Link Copied!

এস এ জসিম, বানিয়াচং প্রতিনিধি।। বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামের খাটুয়ার মৌজার আব্দুল হাশিমের মেয়ে নিসফা আক্তারের (৭) পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায় ইফতারের কিছুক্ষণ পূর্ব থেকে শিশুটিকে খুজে পাওয়া যাচ্ছিল না।

ছবিঃ মৃত নিসফা আক্তার- এস এ জসিম। 

ইফতারের পর শিশুটিকে বাড়ীর পাশে একটি ডুবায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।এবং পরে স্থানীয় ডাক্তার শিশু টি মৃত বলে নিশ্চিত করে।

বানিয়াচং সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়