বিশ্বের সবচেয়ে বড় গ্রাম বানিয়াচঙ্গের ঐতিহাসিক গড়ের খাল পুনঃখননের মধ্য দিয়ে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পুরণ হতে চলেছে বানিয়াচংবাসীর।
বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন এমপির ঐকান্তিক প্রচেষ্টার ফলে বানিয়াচং উপজেলা সদরের চারপাশ বেষ্টিত দীর্ঘ ৩১ কিলোমিটার গড়ের খাল পুনঃখননের জন্য ৮ কোটি টাকা মঞ্জুর করেছে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়।
স্থানীয়রা জানান,গড়ের খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়িত হলে পানি নিষ্কাশন ও সেচের সুবিধা বৃদ্ধি পাবে। কৃষির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছেরও উৎপাদন অনেকগুন বেড়ে যাবে।
এদিকে প্রকল্পটি শেষ হলে দুই দিকে বিভিন্ন জাতের গাছের ছাড়া রোপন করে অপার পর্যটন সম্ভাবনার বানিয়াচং গ্রামকে একটি” আদর্শ গ্রীন ভিলেজ” হিসেবে গড়ে তোলা হবে বলে দৈনিক আমার হবিগঞ্জকে জানিয়েছেন এডভোকেট আব্দুল মজিদ খাঁন এমপি।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পদ্মাসন সিংহ দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন,গড়ের খাল পুনঃখননের এই প্রকল্পটি বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে টেন্ডার পক্রিয়া শেষ হয়েছে। আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে।