বানিয়াচংয়ের একটি মহল্লা লকডাউন করে দিয়েছে এলাকাবাসী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 6 April 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ের একটি মহল্লা লকডাউন করে দিয়েছে এলাকাবাসী

Link Copied!

রায়হান উদ্দিন সুমন : করোনা ভাইরাসের সচেতনতা বাড়াতে ও এর হাত থেকে রক্ষা পেতে বানিয়াচং ১নং উত্তর-পুর্ব ইউনিয়নের পুরান তোপখানা মহল্রাটি আজ লকডাউন করে দিয়েছে এলাকাবাসী। সোমবার (৬এপ্রিল) দুপরে ওই মহল্রার প্রবেশের কয়েকটি পথ বাঁশ দিয়ে আটকিয়ে সেখানে সাইনবোর্ড ঝুঁলিয়ে দিয়েছে তারা।

ছবি : উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃৃত্বে পুরান তোপখানার প্রবেশমুখ লকডাউন করে সাইনবোর্ড ঝুঁলিয়ে দেয়া হয়েছে।

সম্প্রতি সারাদেশে করোনার প্রকোপ বাড়ায় যাতে ওই এলাকায় কোথাও থেকে অন্য কেউ ঢুকতে না পারে সেই জন্য এই সিদ্ধান্ত নিয়েছে পুরান তোপখানা মহল্লাবাসী। পাশাপাশি করোনা ভাইরাসের সচেতনতা বাড়াতে আজ (সোমবার) থেকে পুরান তোপখানা লকডাউন।বিনা অনুমতিতে প্রবেশ করিলে ৫শ টাকা জরিমানা ও উল্রেখ করা হযেছে এই ঝুঁলানো সাইনবোর্ডে।

ছবি : প্রবেশ নিষেধ লেখে লকডাউন প্রবেশমুখে সাইনবোর্ড ঝুঁলিয়ে দেয়া হয়েছে

এই বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন দৈনিক আমার হবিগঞ্জকে জানান,দেশে যে হারে করোনার প্রকোপ বাড়ছে সেই থেকে আমরা আামদের মহল্রাকে করোানামুক্ত রাখতে তথা সবাইকে সচেতন করতে এই মহল্লাকে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে আমাদের দেখে অন্যরা ও উৎসাহিত হয়। তিনি আরো জানান,লকডাউনের প্রবেশমুখে আমাদের মহল্রাবাসীর পক্ষ থেকে স্বেচ্ছাসেবী হিসেবে হ্যা্ন্ড স্যানিটাইজারসহ সার্বক্ষনিক উপস্থিত থাকবেন।