বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং উপজেলা কে জঙ্গি, মাদক ও দুর্নীতি মুক্ত করতে সবার সহযোগিতা চেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ( বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম। সোমবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৪টায় বানিয়াচং থানা প্রাঙ্গনে উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম তার বক্তব্যে আরো বলেন- আমরা আইন শৃঙ্খলা বাহিনী বানিয়াচং কে দুর্নীতি ও মাদক মুক্ত করতে অতপ্রোত ভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু শুধু তাই করলে হবে না। তার জন্য আপনাদেরকে ও আমাদেরকে সহযোগিতা করতে হবে। কারন আপনারা বানিয়াচং এর সন্তান।

ছবি : মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো: সেলিম
বানিয়াচং এর সকল ওলিগলি আপনারা চিনেন। অতএব আপনারা আমাদের সহযোগিতা করেন। তথ্য দিন। আমরা আপনাদের তথ্য অনুযায়ী কাজ করব । তাহলেই আমরা দুর্নীতি মাদক মুক্ত বানিয়চং গড়তে পারব। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম আরও বলেন- আপনারা আমাদের সহযোগিতা করুন তথ্য দিন, আমরা আপনাদের কাছে অঙ্গীকার বদ্ধ , যে আমরা দুর্নীতি মুক্ত বানিয়াচং গড়ব। তিনি আরও বলেন আমি আপনাদেকে কথা দিচ্ছি বানিয়াচং কে দুর্নীতি মুক্ত করব ইনশাআল্লাহ।

ছবি : মতবিনিময় সভায় আসা সাংবাদিকদের একাংশ
উক্ত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন। পরিচালনায় ছিলেন এসআই আব্দুছ ছাত্তার।

ছবি : বক্তব্য রাখছেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক রায়হন উদ্দিন সুমন
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোসাহেদ মিয়া,সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ( সেশন-২০২১-২০২২) ইমদাদুল হোসেন খান,সাধারণ সম্পদাক রায়হান উদ্দিন সুমন,চ্যানেল সিএনএন বাংলা টিভির বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া।
উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সিনিয়র উপদেষ্টা মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী,উপদেষ্টা আক্কাছ আলী খানসহ বানিয়াচং প্রেসক্লাবের প্রায় অর্ধশতাধিক বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক্স ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ।