বানিয়াচংকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করব-জেলা প্রশাসক ইশরাত জাহান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 18 March 2021
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করব-জেলা প্রশাসক ইশরাত জাহান

Link Copied!

শেখ সজীব হাসান,বানিয়াচংঃ  বানিয়াচং উপজেলায় কর্মরত কর্মকর্তা ও জন-প্রতিনিধিদের সাথে নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে,উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

ছবি : বানিয়াচংয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক ইশরাত জাহান

প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে দেশের প্রতিটি সেক্টরে এখন বিরাট উন্নয়ন হচ্ছে। ১৯৭৫ সালে সেই স্বল্প উন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উন্নতি হয়েছি।
তিনি আরও বলেন,হবিগঞ্জ জেলা একটি পর্যটন এলাকা। বানিয়াচং উপজেলাকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে নিয়ে কাজ করবো।
জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়।আমাদের সবার উচিত জনগনকে সহজে সঠিক সেবা দেওয়া।
তাছাড়া হবিগঞ্জে শিক্ষার হার কম। আমাদের শিক্ষার হার বাড়াতে হবে। বাল্য বিবাহে রোধে সবাইকে সচেতন থাকতে হবে।
এছাড়াও হবিগঞ্জ জেলার সার্বিক উন্নয়নে সবার সহযোগীতা কামনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি,অফিসার ইনচার্জ এমরান হোসেন,টিএইচও ডাঃশামীমা আক্তার,মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শুকরানা,কৃষি কর্মকর্তা এনামুল হক,মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় দাস,ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান,বানিয়াচং আইডিয়াল কলেজ অধ্যক্ষ স্বপন কুমার দাসসহ বানিয়াচং উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ ও উপজেলায় কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ।