বানিয়াচঙ্গে শতাধিক মন্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 24 September 2024

বানিয়াচঙ্গে শতাধিক মন্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি

তাপস হোম
September 24, 2024 9:22 am
Link Copied!

আর কদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বানিয়াচঙ্গের শতাধিক মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি।জানা যায়,এবছর ১৯ মণ্ডপ কমে বানিয়াচং উপজেলায় ১০৭ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে মণ্ডপ গুলোতে রংতুলির কাজ প্রায় শেষের দিকে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুর্গতিনাশিনী দেবীর আগমনে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। বানিয়াচং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাধব দেব বলেন,এবছর বানিয়াচং সদরে ২৬ টি সহ উপজেলার ১০৭ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্নের দিকে। নির্বিঘ্নে পূজা উদযাপনে কর্তৃপক্ষের সাথে মিটিং হয়েছে।আমরা সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়েছি। আশা করি প্রতিবারের ন্যায় বানিয়াচঙ্গে এবারও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন,শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে বানিয়াচঙ্গের সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার ও নির্বিঘ্নে পূজা উদযাপনে সেনাবাহিনী,পুলিশ,মহিলা ও পুরুষ আনসার,গ্রামপুলিশ সহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মণ্ডপ প্রাঙ্গণে মোতায়েন থাকবে। এসময় বানিয়াচঙ্গে শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা উদযাপনে প্রতিবারের ন্যায় আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতার আহবান জানান তিনি।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়