বানিয়াচঙ্গে বেপরোয়া হয়ে উঠেছে সিএনজি চালকরা, বাড়ছে দুর্ঘটনা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 22 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে বেপরোয়া হয়ে উঠেছে সিএনজি চালকরা, বাড়ছে দুর্ঘটনা

Link Copied!

শেখ সজীব হাসান, বানিয়াচং : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় বেপরোয়া হয়ে উঠেছে সিএনজি চালকেরা। একের পর এক ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি, বাড়ছে আহতদের সংখ্যা।

জানা যায়, বানিয়াচঙ্গে প্রায় ৩০০ এর বেশি সিএনজি চালক রয়েছে। যাদের বেশিরভাগ চালক আগে টমটম কিংবা ইজিবাইক চালাতেন বর্তমানে সিএনজি চালাচ্ছেন। যার কারণে এদের নেই কোন লাইসেন্স, নেই গাড়ির কোন কাগজপত্র, নেই কোন প্রশিক্ষণ। এতে করে সড়কে বেপরোয়াভাবে প্রতিযোগিতা করে গাড়ি চালাচ্ছে চালকরা। যার কারণে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা বেড়ে চলেছে। গত কিছু দিনের ব্যবধানে সিএনজি দুর্ঘটনায় দুই জনের প্রাণহানি হয়েছে আহত হয়েছেন অনেকেই।

এ ব্যাপারে কয়েকজন সিএনজি যাত্রীর সাথে কথা হলে তারা বলেন, সিএনজি ড্রাইভার গুলো অনেক বেপোরোয়া, অনেকে সিগন্যাল বুঝেন না, সুষ্টু ভাবে ওভারটেকিংও করতে জানেন না। সাথে গতির পাল্লা তো থাকছেই। যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রয়োজন। তা’না হলে অচিরেই আরও বড় ক্ষতির সম্মুখীন হতে হবে।

 

ছবি: সিএনজি স্ট্যান্ড

 

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের সাথে কথা হলে তিনি “দৈনিক আমার হবিগঞ্জ”কে বলেন, এই বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বানিয়াচং টু হবিগঞ্জ রোডের ট্রাফিক পুলিশদের বিষয়টি অবগত করবো এবং খুব দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।