বানিয়াচঙ্গের শাখা কুশিয়ারা নদী খননের দাবি এলাকাবাসীর - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 20 April 2024
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গের শাখা কুশিয়ারা নদী খননের দাবি এলাকাবাসীর

Link Copied!

বানিয়াচঙ্গের শাখা কুশিয়ারা নদী খননের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সম্প্রতি উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আড়িয়ামুগুর গ্রামে মনসা পূজা উপলক্ষে ৩দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়। এতে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উৎসব পরিদর্শনে সেখানে যান।

আড়িয়ামুগুর গ্রামবাসী এসব গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শাখা কুশিয়ারা নদীর নাব্যতা হারানোর বিষয়টি তুলে ধরে নদী খননে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য তাদের দীর্ঘদিনের দাবির কথা শুনান। আড়িয়ামুগুর গ্রামবাসী বলেন, নদীটি নাব্যতা হারিয়ে ভরাট হওয়ার ফলে শুকনো মৌসুমে দুইপাড়ের উভয় দিক থেকে মাটি ফেলে বাঁধ দিয়ে মাঝে বাঁশের সাঁকো নির্মাণ করে গ্রামবাসীকে যাতায়াতসহ গরু-বাছুর পার করতে হয়।

তারা আরও বলেন, নাব্যতা হারানো এই শাখা কুশিয়ারা নদীতে মৎস্য চাষ করার জন্য গ্রামের মৎস্যজীবী সমিতির নামে লিজ নিয়ে প্রতিবছর সরকারকে ২৫ লাখ টাকা খাজনা দেয়া হয়। তাই সরকার ইচ্ছে করলে তাদের খাজনার টাকা দিয়েই নদী খনন করতে পারে বলে গ্রামবাসীর অভিমত।

গ্রামের সকল বয়সর নারী-পুরুষদের দাবি এবং কথাবার্তা শুনে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা মহল্লার সন্তান ও সুনামগঞ্জের বধূ ‘হাওর কন্যা’ খ্যাত সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত নারী আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য এবং কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার তাৎক্ষণিক মোবাইল ফোনে বিষয়টি নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন।

এব্যাপারে এ প্রতিবেদক হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ-এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আপাতত এই নদীটি খননের কোনো পরিকল্পনা নেই। তবে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পরবর্তীতে হয়তো নদী খননের পরিকল্পনা নেয়া হতে পারে।