বানিয়াচং রামকৃষ্ণ মিশনে ডাকাত দলের হানা : তছনছ মালপত্র - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 25 September 2024
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচং রামকৃষ্ণ মিশনে ডাকাত দলের হানা : তছনছ মালপত্র

Link Copied!

বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে ডাকাতির চেষ্টা চালিয়েছে ডাকাতদল। ডাকাতরা মিশনের মেইন গেইটের তালা ভেঙে ভিতরে ঢুকে ৩টি রুমের তালা ভেঙে সব আসবাবপত্র তছনছ করেছে। ভেঙে দেয় সিসিটিভির মনিটর। ডাকাতরা একপর্যায়ে সাধু নিবাসে ঢুকে সেখানে রাখা বড়বড় ডেক-ডেকছি নিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরবর্তীতে ঠাকুর রাখার মন্দির ঘরের গ্রিলের ২টি তালা ভেঙে ভিতরে ঢুকার চেষ্টা চালায়। তালা ভাঙার শব্দ পেয়ে মিশনের পাহারাদার ঘুম থেকে উঠে চিৎকার দিলে এলাকার আশেপাশের মানুষ চলে আসলে ডাকাতদল মালামাল রেখে পালিয়ে যায়। তবে দুর্গাপুজা উপলক্ষে নির্মিত প্রতীমার কোন ক্ষতি করেনি।

মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রামকৃষ্ণ মিশনে এই ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে দেখায় যায়, মিশনের মেইন গেইটের তালা ভাঙা। সাধুনিবাসের গেইটের তালা ভেঙে ভিতরে ঢুকে ডাকাদল বিভিন্ন আসবাবপত্র ফেলে রেখেছে। সিসিটিভির মনির ভেঙে দিয়েছে। রেখে যাওয়া ডেক-ডেকচি বাহিরে পরে আছে।

এই বিষয়ে মিশনের পাহারাদার আবুবকর মিয়া জানান, রাতে ঘুমিয়ে থাকার পর রাত ৩টার দিকে কিছু শব্দ হচ্ছে শুনে ঘুম থেকে উঠি। পরে এলাকার লোকদের মোবাইল ফোনে জানালে তারা চলে আসেন। এরই মধ্যে সংঘবদ্ধ ৫/৬জনের ডাকাত দল মুখোশ পড়া অবস্থায় পালিয়ে যায়। তবে ওই সময় কোন বিদ্যুত ছিলনা। কোন জিনিসপত্র নিতে পারেনি। ফেলে রেখে যায় কিছু জিনিস। তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি শাবল ফেলে যায় ডাকাতদল।

সকালে খবর পেয়ে রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ স্বপন কুমার দাস ও বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ও বক্তবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই বিষয়ে মিশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ স্বপন কুমার দাস জানান, পুরো মিশন সিসিটিভির আওতায় থাকার পরও কিভাবে ডাকাতদল ঢুকলো সেটা আমার বোধগম্য নয়। মিশনের বিভিন্ন পয়েন্টে ৯টি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। ডাকাদদল কোন ক্যামেরা না ভেঙে তারা শুধু মনিটর ভেঙে দিয়েছে। বিষয়টি সকালে এসে স্থানীয় থানা পুলিশকে জানানো হয়েছে। আমরা এই ঘটনায় থানায় জিডি ও স্থানীয় সেনাক্যাম্পে লিখিতভাবে একটা অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছি। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে পূজার্থীদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে।

এই বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেয়া হচ্ছে।