ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বানিয়াচং মডেল প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৪ সমাপ্ত হয়েছে। বুধবার (২১ফেব্রুয়ারি) শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় হবিগঞ্জ হোটেল সৌদিয়া থেকে সকালের নাস্তা সেরে ২টি নোহা গাড়ি যোগে এম আর খানের মালিকানাধীন শ্রীমঙ্গলের দার্জিলিং টিলার উদ্দেশ্যে যাত্রা শুরু হয় ক্লাব নেতৃবৃন্দ’র। দুপুর ১২টা দিকে গন্তব্যে পৌঁছে গ্রুপ ছবি ধারণ করে দিগন্ত বিস্তৃত চা বাগানে যার যার মতো করে বিচরণ করতে থাকেন। এভাবে চলে বেলা ২টা পর্যন্ত।
এরপর হোটেল পানসীতে দুপুরের খাবার শেষের সাথে সাথে ভ্রমণের কার্যক্রম সমাপ্ত করা হয়। এর প্রাক্কালে মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়ার সঞ্চালণায় বক্তব্য রাখেন উপদেষ্টা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, মোঃ শাহিবুর রহমান, সাবেক সভাপতি সর্দার আজিমুল হক স্বপন, সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, সহ-সভাপতি লিলু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান সাগর, আইন সম্পাদক মোঃ দেলোয়ার হোসাইন ও নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন।