বানিয়াচং বড়বাজারে একের পর এক দোকানে চুরির ঘটনা ঘটলেও কোনো ঘটনারই রহস্য উদঘাটন হয়নি। সর্বশেষ শনিবার (২০এপ্রিল) সকাল সাড়ে ৬টায় ইবনাত টেলিকম নামক মোবাইল ফোনের দোকানে চুরি সংঘটিত হয়। চোরেরা এই দোকানে রক্ষিত প্রায় ১৫ লাখ টাকার মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় বানিয়াচং থানায় অভিযোগ দেয়া হয়েছে।
জানা যায়, বড়বাজার “ইবনাত টেলিকম’’ নামক একটি মোবাইলের দোকানে মোবাইল মেরামত সহ নতুন মোবাইল ও মোবাইল সরঞ্জাম বিক্রি করা হয়। দোকান মালিক চানপাড়া গ্রামের মোঃ দেলোয়ার হোসেন জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান তিনি। পরদিন শনিবার সকালে দোকান খুলতে এসে সাটারের তালা ভাঙ্গা দেখতে পান। এ সময় আশপাশের ব্যবসায়ীরাও ঘটনাটি প্রত্যক্ষ করেন। পরে অন্যান্য ব্যবসায়ীরাসহ ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন।
পরে দোকানের সিসি ক্যামেরায় ধারনকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, সকাল ৬টা থেকে সাড়ে ৬টার দিকে সাটারের তালা ভেঙ্গে এক চোর ভেতরে প্রবেশ করে। পরে দোকানে বিক্রির জন্য রক্ষিত শতাধিকের উপরে নতুন মোবাইলসহ অন্যান্য মুল্যবান সঞ্জাম, সার্ভিসিংয়ের মূল্যবান এক্সসরিজ এবং দোকানের ক্যাশ বাক্সে রক্ষিত নগদ টাকাসহ কয়েকটি ব্যাগে ভর্তি করে চোর পালিয়ে যায়। সিসি ক্যামেরায় এ চুরির সাথে জড়িত আরো ৪ থেকে ৫ জন চোরের দৃশ্য ধরা পড়েছে।
ধারণা করা হচ্ছে একটি সংঘবদ্ধ চোরচক্র পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনাটি ঘটিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সেকেন্ড অফিসার এসআই অমিতাভ দাস তালুকদার, এসআই স্বপনসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীনসহ ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দ।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। চুরির ঘটনাটি নিয়ে সকল ক্লু কে সামনে রেখে পুলিশি তদন্তে চলছে বলেও তিনি জানান। এদিকে এ চুরির ঘটনায় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। তারা দ্রুত এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের প্রতি জোরালো দাবী জানান।
উল্লেখ্য, গত রমজান মাসে আল-হেরা নামক কাপড়ের দোকানের তালা ভেঙ্গে চোরেরা ক্যাশ বাক্স থেকে নগদ ৩ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়া ইতিপূর্বে রাতের বেলা বাজারে পাহারাদার থাকা সত্ত্বেও কয়েকটি চুরির ঘটনা ঘটে। কিন্তু অদ্যাবধি কোনো ঘটনারই রহস্য উদঘাটন হয়নি। এনিয়ে ব্যবসায়ীদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে।