বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ব্লাড প্রেসার ও শ্বাসকষ্টের ঔষধ। এতে এসমস্ত রোগীরা মাসের পর মাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ঔষধ না পেয়ে ফেরত আসছেন। অনেক গরীব রোগীরা ঔষধ কিনে খাওয়ার সামর্থ না থাকায় দিনে দিনে তাদের অবস্থার অবনতি ঘটছে।
এসব রোগের ঔষধ নিয়মিত সেবন করতে না পারায় কেউ কেউ মারা যাওয়ার ঘটনাও ঘটছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অসংক্রামক রোগের বই পাওয়া অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিমাসে বই নিয়ে আমাদেরকে হাসপাতালে গিয়ে চেকআপ করানোর কথা বলা হয়। কিন্তু চেকআপ করানোর পর ঔষধ চাইলে বলা হয় সাপ্লাই নেই।
এভাবে আমরা যাতায়াত খরচ করে হাসপাতালে গিয়ে ঔষধ না পেয়ে ফেরত আসি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অসংক্রামক রোগের বই প্রাপ্ত হাই ব্লাড প্রেসারের রোগী ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান জানান, তিনি গত নভেম্বর মাস থেকে নিয়মিত স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রেসার চেক করাচ্ছেন। কিন্তু ঔষধ পেয়েছেন শুধুমাত্র গত মার্চ মাসে। এছাড়া আর কোনো মাসে ঔষধ পাননি।
তিনি আরও জানান, ঔষধ না দিলেও কর্তৃপক্ষ বহিতে থাকা রোগীর আইডি নাম্বার ট্যাবে স্ক্যান করে সেবাদানের তথ্য অনলাইনে এন্ট্রি দিয়ে থাকেন। তার মতো ব্লাড প্রেসারের অন্যান্য রোগীরা অনুরূপ তথ্য দিয়ে জানান, গত ৬/৭ মাস যাবত স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এনজিলক-৫০ এবং এনজিলক-৫০ প্লাস তারা পাননি। এদিকে শ্বাসকষ্টের রোগীরা মন্টিলোকাস্ট-১০ ট্যাবলেটের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও কর্তব্যরত চিকিৎসকরা সাপ্লাই নেই বলে প্রায়ই জানান। ফেরত দেন বলে শ্বাসকষ্টের রোগীরা।
এব্যাপারে জানতে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচ এন্ড এফপিও ডা. শামীমা আক্তারের মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি। গত দুইদিনের মধ্যে কল ব্যাকও করেননি।