বানিয়াচংয়ে বিষ্ণু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 1 April 2023

বানিয়াচংয়ে বিষ্ণু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

এম এ রাজা
April 1, 2023 1:38 pm
Link Copied!

বানিয়াচং এর ইকরাম গ্রামে বিষ্ণু সরকারের হত্যাকারী কুখ্যাত সন্ত্রাসী মিন্নত আলীর ফাসির দাবীতে ইকরাম বাজার ব্যবসায়ী ও গ্রামবাসীর উদ্যোগে এক শোক সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩১ মার্চ) বিকাল ৩টার সময় ইকরাম বাজারে উক্ত শোক সভা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইকরাম বাজারের ব্যবসায়ী ও গ্রামবাসী।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ১২ নং সুজাতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাদিকুর রহমান, সুজাতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্কল মিয়া, সাবেক মেম্বার রঙ্গু মিয়া, ইকরাম বাজারের সভাপতি শাহিন মিয়া, খসরু মিয়া, মশিবুল রহমান, আজমান খান. অশোক কুমার চক্রবর্তী, খগেন্দ্র চন্দ্র দাস, কাজী খোক,, উজ্জ্বল মিয়া, দিলিপ দাস, প্রাননাথ সরকার, প্রমুখ।

সভায় উপস্থিত সবাই কুখ্যাত সন্ত্রাসী মিন্নত আলীর দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবী জানান। উল্লেখ্য ,গত ২৪ মার্চ রাতে বানিয়াচং এর ইকরাম গ্রামে পাওনা টাকা আদায় করতে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে কোদালের আঘাতে বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার ঘটনা ঘটেছে।

নিহত ওই যুবক বিষ্ণু সরকার (১৯) জেলার লাখাই উপজেলার বেগুনাই গ্রামের প্রাণনাথ সরকারের ছেলে। তবে সে বর্তমানে ইকরাম গ্রামেই স্থায়ীভাবে বসবাস করছিলেন। ঘাতক মিন্নত আলী (২৫) ইকরাম গ্রামের লিয়াকত আলীর ছেলে। ঘটনার পর লাশ গুম করার সময় রাত ৪টার দিকে ঘাতক বন্ধু মিন্নতকে গ্রেফতার করে পুলিশ।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বিষ্ণু সরকার বন্ধু মিন্নতের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। এ টাকা ফেরত দেওয়া নিয়ে ওইদিন ১১টার দিকে মিন্নতের বাড়িতে দু’জনের বাগবিতণ্ডা হয়।

এক পর্যায়ে মিন্নত কোদাল দিয়ে বিষ্ণুর মাথায় আঘাত করলে তিনি মারা যান। পরে মরদেহ মাটিতে পুঁতে রাখার সময় এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘাতককে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে মিন্নত জেলা হাজতে আছে।

 

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়