বানিয়াচংয়ে হামলায় ঘটনায় ছাত্রলীগ নেতা কারাগারে - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 3 October 2024
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে হামলায় ঘটনায় ছাত্রলীগ নেতা কারাগারে

Link Copied!

বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের সিকন্দরপুর গ্রামে জমি জমা নিয়ে বিরোধের জেরধরে ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বদরুল আলম (৪৫) কে কুপিয়ে ক্ষত বিক্ষত করার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রলীগ নেতা শাহ শাহরিয়ারকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বুধবার (২অক্টোবর) দুপুরে শাহ শাহরিয়ারসহ ৩ জন আদালতে হাজির হলে আদালত দুই জনের জামিন মঞ্জুর করলেও শাহ শাহরিয়ারকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। শাহ শাহরিয়ার সিকন্দরপুর গ্রামের শাহ সিরাজুল আবদালের পুত্র।

জানা যায়- জমি জমা নিয়ে বিরোধের জেরধরে ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বদরুল আলম (৪৫) কে কুপিয়ে ক্ষত বিক্ষত করে ছাত্রলীগ নেতা শাহ শাহরিয়ারসহ তাদের লোকজন। এসময় তার একটি কান কেটে ফেলা হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হলেও পরে আশঙ্কা জনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

অভিযোগ রয়েছে- ছাত্রলীগ নেতা শাহ শাহরিয়ার ছাত্র জনতার আন্দোলনে হবিগঞ্জ শহরের প্রতিটি সংঘর্ষের ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করে। সে শহরে গুলিবিদ্ধ হয়ে নিহত মোস্তাক হত্যা মামলার সন্দেহভাজন আসামী। এ ঘটনার পর থেকেই তাকে খুঁজছিল পুলিশ।