বিএনপির কেন্দ্রীয় নেতার নির্দেশনা মানছেন না বানিয়াচং উপজেলার বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নির্দেশনা অমান্য করে বানিয়াচংয়ের বিভিন্ন পয়েন্টে নেতাদের ছবিসহ নিজের ছবি দিয়ে ব্যানার-ফেস্টুন লাগিয়েছেন তারা। বানিয়াচং নতুন বাজারের ইউপি অফিসসহ নানা জায়গায় কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা: এম সাখাওয়াত হাসান জীবনের ছবিসহ নিজেদের ছবি দিয়ে ব্যানার-ফেস্টুন লাগিয়েছেন ছাত্রদল, যুবদলসহ বিএনপির নেতাকর্মীরা। তাছাড়া হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টেও লাগানো হয়েছে ব্যানার-ফেস্টুন।
সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় থেকে শুরু করে বিভিন্ন স্থাপনাজুড়ে ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যানার। ক্ষমত ছাড়া এ দলের পোস্টার ফেস্টুন এখন আর নেই। তবু উপজেলার হাটবাজারে ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। পরিবর্তন হয়েছে শুধু নাম আর ছবির। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা এসব পোস্টার ফেস্টুন লাগিয়েছেন। গত ৫ আগস্ট সরকারের পতনের পর পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। এসব নিয়ে সাধারণ নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান ,এসব ব্যানার-ফেস্টুন অপসারণ করতে যেখানে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা রয়েছে সেখানে দলের কিছু অতিউৎসাহী নেতারা নির্দেশনা অমান্য করে নিজেদের জাহির করতে এসব করে যাচ্ছেন। দল করলে দলের নির্দেশনা মানতে হবে।
সম্প্রতি জনদুর্ভোগ এড়াতে বিএনপির কেন্দ্রীয় কমিটি দলীয় নেতাদের সাংগঠনিক সফরে মোটরসাইকেল শোভাযাত্রা এবং রঙিন ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে জানানো হয়, সাংগঠনিক সফরের সময় কোনো ধরনের মোটরসাইকেল বা গাড়ির শোভাযাত্রা করা যাবে না। এসব শোভাযাত্রার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে এবং যানজট সৃষ্টি হয়, যা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। বিএনপি যেহেতু একটি গণমুখী দল, তাই দলীয় কার্যক্রমে জনগণকে দুর্ভোগে ফেলা যাবে না। গত ৮ সেপ্টেম্বর বিএনপির দলীয় প্যাডে এই নির্দেশনা দেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ বলেন, এসব বিষয় নিয়ে সাম্প্রতিককালে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ছবি ব্যবহার করে রং-বেরংয়ের পোষ্টার, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করলে কেন্দ্রীয় বিএনপির নজরে আসে।
এই সমস্ত কাজ থেকে দলীয় নেতাকর্মীদের বিরত থাকার জন্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী নির্দেশনা প্রদান করেছেন। আমরা এই নির্দেশনার বাহিরে নই। তাই কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে আমরা এই সমস্ত কর্মকান্ড থেকে বিরত থাকবো।