বানিয়াচংয়ে ছায়েরা ছিদ্দিক ফাউন্ডেশনের উদ্যোগে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 9 April 2024

বানিয়াচংয়ে ছায়েরা ছিদ্দিক ফাউন্ডেশনের উদ্যোগে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Link Copied!

বানিয়াচংয়ে ছায়েরা ছিদ্দিক ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯এপ্রিল) দুপুরে উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত চৌধুরীপাড়াস্থ সংস্থার অস্থায়ী কার্যালয়ে প্রায় শতাধিক অসহায়দের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ছায়েরা ছিদ্দিক ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোহাম্মদ আক্কাছ খান উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। বিতরণের সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল আহাদ খান, সহসভাপতি জিল্লুর রহমান খান জুয়েল, অর্থ সম্পাদক ফয়ছল আহমদ খান, সহসাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ খান, দপ্তর ও অফিস সম্পাদক মো আছাদ খান, কার্যনির্বাহী সদস্য আজিজুল ইসলাম খান বাবু, সাধারণ পরিষদ সদস্য রোকেয়া খাতুন, জাহানারা বেগম, ইসমত আরা বেগম, হালিমা আখতার পারভিন, তুহিন আক্তার চৌধুরী, প্রভাষক হোসনে আরা মোনতাহা কবিতা, মোতাহের হোসেন মোর্শেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপহার সামগ্রী বিতরণের সময় সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হযরত মাওলানা হাস্সান আহমেদ চৌধুরী, চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ আল আমিন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। পরবর্তীতে ছায়েরা ছিদ্দিক ফাউন্ডেশন এর কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়