বানিয়াচং উপজেলার ১০ নং সুবিদপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় অবৈধভাবে মাটি কর্তন করার অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২ফেব্রুয়ারি) বিকাল পাঁচটার সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন প্রশাসক কার্যালয়ে কর্মরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মঈন খান এলিস।
অভিযানে সহযোগিতা করেন বানিয়াচং বানিয়েছেন থানা পুলিশের একদল সদস্য। এসময় পৃথক দুটি মামলায় ওই এলাকার গাজিউর রহমানের ছেলে ফয়সল(৩০) , এবং আবুল হোসেনের ছেলে আহাদ আলীকে (২৫), মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।