অবৈধ ভাবে বালু উত্তোলন কালে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। বিলের উপর ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ড্রেজার মেশিন জব্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তি মাহফুজ চৌধুরীকে ঘটনাস্থলে না পাওয়ায় অর্থদন্ড করা হয় নি।
সোমবার (২৩ সেপ্টেম্বর ) দুপুরে বালু উত্তোলনের সময় বানিয়াচং উপজেলার ৬ নং কাগাপাশা ইউনিয়নের চাঁন্দ পুর গ্রামের হারেরগজ বিল থেকে দুটি ড্রেজারমেশিন বসিয়ে দিনরাত উত্তোলন করা হচ্ছে বালু। প্রায় দুই কিলোমিটার দূরে প্লাস্টিকের পাইপ দিয়ে উমুরপুর নামক স্থানে মাঠে নেওয়া হচ্ছে বালু।
এতে করে চরম হুমকির মুখে পড়েছে চারপাশের ফসলী জমি। তবে প্রভাবশালী বালু খেকোদের ভয়ে। হতাশায় আর ক্ষোভে দিন কাটছে এই এলাকার কৃষকদের। হারের গজ বিলের উত্তোলনকৃত বালু ট্রাকে করে প্রতিদিনই বিক্রি হচ্ছে জেলার বিভিন্ন জায়গায়। বালুভর্তি ভারী ট্রাক চলাচলে নষ্ট হয়ে যাচ্ছে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তাঘাট ও কালভার্ট গুলো। অবৈধভাবে বালু উত্তোলন করে ধ্বংস করা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তারই পাশাপাশি সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।
এ বিষয় নিয়ে স্থানীয় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা ও জাতীয় পত্রিকায় বেশ সংবাদ প্রকাশ করা হয়েছে। বালুখেকো আবু তালিব চৌধুরী মাহফুজ ও তার আপন ভাই টিপু চৌধুরী আবদুল আলীম চৌধুরীর। রাজস্ব ফাঁকি দিয়ে বছরের পর বছর বালু বিক্রি করে আসছে তারা।
এ বিষয়ে কথা হয় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর সাথে তিনি দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, জেলা ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নির্দেশে নিয়মিত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামলা দেওয়া হচ্ছে।
এব্যাপারে জেলা ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর সাথে যোগাযোগ করা হয়। তিনি দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, হারের গজ বিলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তি মাহফুজ চৌধুরী কে না পেয়ে ড্রেজার মেশিন জব্দ করেছি এবং বানিয়াচং থানার অফিসার্স ইনচার্জকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী নিয়মিত মামলারুজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।