জাবেদুর রহমান, নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের হীরাগঞ্জ বাজারের দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা।
হীরাগঞ্জ বাজারে দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনার স্তূপ জমে রয়েছে। ফলে বাজারের মুদি ব্যবসায়ী থেকে শুরু করে মাছ ব্যবসায়ী, কাঁচামালের ব্যবসায়ী ও পথচারীরা ও নাকে রুমাল চেপে চলাফেরা করতে হচ্ছে। এর প্রভাবে নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
হীরাগঞ্জ বাজারের জনৈক ব্যক্তি জানান, বাজারের পানি নিষ্কাশনের জন্য নেই কোন ব্যবস্থা এবং ময়লা আবর্জনা রাখার জন্য নেই কোন ডাস্টবিন। আর ডাস্টবিন না থাকার কারণে যে যেখানে ইচ্ছা সেখানেই ময়লা আবর্জনা ফেলছে। এমনি ময়লা আবর্জনায় মাছ ব্যবসায়ীরা দাঁড়িয়ে মাছ বিক্রি করতে হচ্ছে। আর ক্রেতারা ও ময়লা আবর্জনা মধ্যে দিয়ে মাছ কিনতে হচ্ছে।
তাছাড়া, ময়লা আবর্জনা থাকার কারণে মশা-মাছি বৃদ্ধি পাচ্ছে যা মানুষের জন্য ডেঙ্গুর আগাম বার্তা। তিনি আরো বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা এসব দেখেও নিরবতা পালন করছেন যা সাধারণ মানুষ তাদের কাছ থেকে এগুলো প্রত্যাশা করে না।