বাংলার যুব সমাজ ও স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 12 August 2021

বাংলার যুব সমাজ ও স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু

Link Copied!

আশিক শাওন  :  “শেখ মুজিবুর রহমানকে বেটে খাওয়ালেও বাংলা সোনার বাংলা হবে না, যদি বাংলাদেশের ছেলে – আপনারা সোনার বাংলার সোনার মানুষ পয়দা করতে না পারেন” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৩ সালের ৪ মার্চ প্রদত্ত ভাষণ। কখনও কখনও কোনো কোনো মহামানবের অপেক্ষাকৃত নাতিদীর্ঘ জীবনকালও ছাড়িয়ে যেতে পারে অন্যান্যদের দীর্ঘকালীন জীবনকে – এর সেরা উদাহরণ হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাল।

১৯২০ সালের ১৭ মার্চ হতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত সময়কাল হিসাব করলে প্রাপ্ত ৫৫ বছর ৪ মাস ২৯ দিন সময় বিশ্বের প্রধান রাজনীতিবিদদের জীবনকাল হিসাবে – বিশেষত “জাতির পিতা” অভিধায় ভূষিত জনপ্রিয় একজন নেতৃত্বের জন্য খুবই সংক্ষিপ্ত সময়; বর্তমান বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ বছর ধরলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকালকে অতি-সংক্ষিপ্ত বললে অত্যুক্তি হয় না।

এই অতি-সংক্ষিপ্ত সময়কালের মধ্য থেকে আবার ৪,৬৮২ দিন কেটেছে কারাগারে – জীবনের ৪০ শতাংশ সময় এটি; অথচ, তার সক্রিয় রাজনৈতিক জীবন ছিলো ৩৭ বছরের – অর্থাৎ, জীবনের ৬৮ শতাংশ সময় ব্যয় হয়েছে সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্যেই! এই ক্ষুদ্র-দৈর্ঘ্যের জীবনে তিনি তার আন্দোলন-সংগ্রাম-ত্যাগ-দেশপ্রেম দিয়ে নিজেকে গড়েছেন অমর- অজেয় এক ব্যক্তিত্ব হিসাবে।

 

 

 

 

 

 

 

 

দেশের মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ যুবক – ফলে, দেশের মানুষের মুক্তি নিয়ে, উন্নয়ন নিয়ে যিনি চিন্তা করেছেন, তিনি তার সব কাজে দেশের মূল শক্তি যুবদেরকে অগ্রে রাখবেন, তাদের নিয়ে ভাববেন – এটাইতো স্বাভাবিক। তার এই স্বপ্নের কথা তিনি বলেছেনে অসংখ্য বার, অসংখ্য ভাবে, অসংখ্য জনকে; এর খুব সরল-সাধারণ একটি উদাহরণ হিসাবে দেখানো যায় ১৯৭২ সালের ৯ মে রাজশাহীতে দেয়া ভাষণকে, “আমার বাংলার বেকার যুবকেরা কাজ পাক। …আমার সোনার বাংলার মানুষ প্রাণ ভরে হাসুক।

”[১] হাজারো ঘাত-প্রতিঘাত সহ্য করে নিজের যোগ্যতাবলে তিনি উঠে এসেছিলেন রাজনীতির সর্বোচ্চ মঞ্চ হয়ে দেশের স্রষ্টার আসনে – যা তাকে কেউ উপহার হিসাবে দেয়নি, বরং তিনি তা অর্জন করেছেন তিল তিল পরিশ্রম আর নিজের দৃঢ়তা ও ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে। ১৯৪৫ সালে তিনি যখন কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তখনই রাজনীতির মঞ্চে তরুণ-যুবদের মধ্যে তার অসাধারণ প্রভাব প্রকাশ পায়; সেখান থেকেই তিনি যুবদের নিয়ে ভাবনার শুরু করেন – যা জীবনের শেষ দিনও বজায় ছিলো।

তাইতো স্বাধীন দেশে তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, “ছাত্র ভাইদেরকে বলি, একটু লেখাপড়া করো। বাবার হোটেলে আর কত কাল খাবে? পয়সা-কড়ি নেই। তোমাদের কষ্ট হচ্ছে জানি। কিন্তু লেখাপড়া একটু করো। আন্দোলন করো আমার আপত্তি নেই। আমার জন্ম আন্দোলনের মধ্যে দিয়ে। কিন্তু তোমাদের একটু মানুষ হতে হবে। মানুষ না হলে দেশ গড়তে আমি পারব না।

ভবিষ্যতে তোমাদের এ দেশের শাসনভার হাতে নিতে হবে। চুঙ্গা ফুঁকাও, আমার আপত্তি নেই। কিন্তু মেহেরবানি করে একটু কাজ কর।”[১] বঙ্গবন্ধু রচিত বইগুলোর মধ্যে অন্যতম দুটি বই – ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ পাঠ কালে আমরা তারুণ্যের ওপর তার বিশ্বাস ও আস্থার কথা যেমন দেখতে পাই, তেমনই তাতে খুঁজে পাই নিজের তরুণ জীবনের সংগ্রামের ইতিহাস আলোকে তরুণদের উদ্বুদ্ধ করার প্রচেষ্টাও। তার আরেকটি বই, ‘আমার দেখা নয়া চীন’ আমাদের পরিচয় করিয়ে দেয় শোষনহীন – সাম্যবাদী এক মুজিবকে, যিনি নিজ দেশের যুবাদেরকে নিয়ে স্বপ্নের জাল বুনতেন তাদের মন ও মনন উন্নত রাষ্ট্রের যুবাদের আদলে গড়ে তোলার।

অন্যায়, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার সাথে সাথে যারা নিজেদের সম্পদশালী করে তুলছে তাদেরকে প্রতিরোধ করতেও আহ্বান করেছেন তিনি যুবদের প্রতি।[২] তিনি নিজে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন, তরুণদেরও সেই প্রয়াস নিজের মতো করে নিতে বলেছেন তার রচিত বইগুলোতে।[৩] তার লেখা পড়ে তরুণেরা জানতে পারে সাম্যবাদী চিন্তার মাধ্যমে তিনি কীভাবে বাংলার তরুণদের দীক্ষিত করে ভেদাভেদহীন নতুন গড়ে তুলতে চেয়েছিলেন।[৪]

ব্যক্তির থেকে দল এবং দল থেকে দেশকে বড় করে দেখার মন্ত্র তিনি তাদের মধ্যে দিতে চেয়েছিলেন। অসা¤প্রদায়িক ভাবনা থেকে হিন্দু-মুসলমানের মধ্যে কোনো বিভাজনে তিনি বিশ্বাসী ছিলেন না, সমাজের সর্বস্তরে চেয়েছিলেন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ, বিশেষত: তরুণ-যুবদের অগ্র-সৈনিক হিসাবে দেখতে।[৫] জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এই স্বপ্নের গোড়াপত্তন ঘটান অনেক আগেই, সারথি হিসাবে গড়ে তোলেন ছাত্রলীগ – নিজ হাতে গড়া, জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ এই সংগঠনটি তিনি সাড়ে সাত কোটি বাঙালির মুক্তির আকাঙ্খায় গড়ে তুলেছিলেন বললে অত্যুক্তি হবে না।

শিক্ষা, শান্তি ও প্রগতি – এই স্লোগানের বাতাবরণে তিনি চেয়েছিলেন বিদ্যার সঙ্গে বিনয়, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলির সংমিশ্রণ ঘটিয়ে সোনার বাংলা বিনির্মাণে বাংলার যুবাদেরকে সোনার কর্মী হিসাবে গড়ে তোলার সূতিকাগার হিসাবে বাংলাদেশ ছাত্রলীগকে জড়িয়ে দিতে।

তার সেই স্বপ্নের বৃহৎ স্ফুরণ দেখা যায় তাই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে; পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করতে এগিয়ে আসে এদেশের যুব সমাজ – যাতে যুবাদের একক সংগঠন হিসাবে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে ছাত্রলীগের ছেলেরা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বীরেরা।

লাল-সবুজের পতাকার ৫৬ হাজার বর্গমাইলের এই স্বাধীন সার্বভৌম মানচিত্র আঁকতে ছাত্রলীগের ১৭ হাজার বীর যুবা তাদের বুকের তাজা রক্ত দিয়েছিলো সেই লড়াইয়ে; বঙ্গবন্ধুর স্বপ্ন সফল করতে।¬[৫] তরুণ-যুবাদের ভবিষ্যৎ নিয়ে জাতির পিতার ভাবনার চিত্র আমরা মূলত: দেখতে পাই তার ভাষণগুলোতে। ১৯৭২ সালের ১৯ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলনে তিনি দেশ গড়ার জন্য যুব-তরুণদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “কাজ কর, কঠোর পরিশ্রম কর, না হলে বাঁচতে পারবে না।

শুধু শুধু বি.এ., এম.এ. পাশ করে লাভ নাই। আমি চাই কৃষি কলেজ, কৃষি স্কুল, ইঞ্জিনিয়ারিং কলেজ ও স্কুল, যাতে সত্যিকার মানুষ পয়দা হয়। বুনিয়াদি শিক্ষা নিলে কাজ করে খেয়ে বাঁচতে পারবে।”[৬] দেশের মানুষের ভালো থাকার জন্য, তাদেরকে একটু সুখ-স্বাচ্ছন্দ্য দেয়ার জন্য তিনি যুবদের উদ্বুদ্ধ করতে গিয়ে বলেন, “বাবারা, একটু লেখাপড়া শিখ। যতই জিন্দাবাদ আর মুর্দাবাদ কর, ঠিকমত লেখাপড়া না শিখলে কোন লাভ নেই।

আর লেখাপড়া শিখে যে সময়টুকু থাকে বাপ-মাকে সাহায্য কর। প্যান্ট পরা শিখেছো বলে বাবার সাথে হাল ধরতে লজ্জা করো না। দুনিয়ার দিকে চেয়ে দেখ। কানাডায় দেখলাম ছাত্ররা ছুটির সময় লিফট চালায়। ছুটির সময় দ্#ু৩৯;পয়সা উপার্জন করতে চায়।”[৬] ১৯৭২ সালের ২৮ জুন সিলেটে গিয়ে বললেন, “বাবা মারে ইজ্জত করতে শিখো। শিক্ষকের ইজ্জত করতে শিখো। আমার মনে হয় তোমাদের মধ্য থেকে এ জিনিসটা দূর হয়ে গেছে, কোন দিন মানুষ হতে পারবানা। আমার নামের সাথে বিপ্লবী মুজিবুর রহমান বলা হতো কিন্তু আমি বেয়াদব ছিলাম না।

যুবকদের ছাত্রদের অনুরোধ করি যে, মেহেরবানী করে স্লোগানটা একটু কম দিয়ে পড়ালেখা কর, আর বাবার পয়সা নষ্ট বেশী কইরনা।”[৭] দেশকে ভালোবাসতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হবে আগে – এই ছিলো বঙ্গবন্ধুর মূল চিন্তা। আর তার এই চিন্তার মূলে ছিলো দেশের প্রাণশক্তি তরুণ-যুবকেরা। যুদ্ধ-বিধ্বস্ত দেশের তরুণ-যুবকরা যেন বিপথগামী না-হয় সেজন্য তিনি বার বার তাদের প্রতি সতর্ক বার্তা দিয়েছেন; তাদের শারীরিক- মানসিক বিকাশের জন্য একদিকে যেমন শিক্ষা কমিশন আর জাতীয় ক্রীড়া পরিষদ গড়ে তুলেছিলেন, অন্যদিকে তেমনই তাদের আর্থ-সামাজিক অবস্থান নিশ্চিত করতে সরকারি কর্ম কমিশন গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন কল-কারখানা জাতীয়করণ করে তার মাধ্যমে তাদের কর্মে নিয়োগ দান করেছিলেন।

সদ্য স্বাধীন হওয়া একটি দেশকে এগিয়ে নিতে – আগামী শতাব্দীর উপযোগী করতে তিনি কেবল স্বপ্নই দেখেনি, নিরবচ্ছিন্ন কাজও করছিলেন; আজকের এই আধুনিক বিশ্বের যে ডিজিটাল প্রযুক্তি, এদেশে তারও আগমন ঘটে তার হাত ধরেই বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপনের মাধ্যমে। যুব উন্নয়নের জন্য আলাদা প্রশাসনিক দপ্তরের পাশাপাশি তাদের আত্মিক উন্নয়নের জন্য ইসলামী ফাউন্ডেশনের গোড়াপত্তন – বঙ্গবন্ধুর যেন এদেশের যুবদের নিয়ে স্বপ্নের শেষ ছিলো না।

তার কার্য পরিধিই প্রকাশ করে এদেশের যুবদের তিনি গড়তে চেয়েছিলেন শিক্ষায়-দীক্ষায় আর আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে সেরার পাশাপাশি মানসিক ও মানবিক গুণে সর্বশ্রেষ্ঠ নাগরিক হিসাবে। তার জন্মশত বর্ষে তাই এদেশের যুবদের প্রতিজ্ঞা হওয়া উচিত জাতির পিতার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালানোর – তবেই অনন্তলোক থেকেও তিনি তার প্রিয় বাঙালিকে দেখে, বাংলাদেশের মানুষকে দেখে স্বপ্ন পূরণের স্বর্গীয় তৃপ্তিতে ভাসতে পারবেন।

[ তথ্যসূত্র: [১] খান, মহিউদ্দিন আহমেদ (২০২০)। বঙ্গবন্ধুর ভাষণ সমগ্র ১-২। ঢাকা: মুক্তদেশ প্রকাশন। [২] রহমান, শেখ মুজিবুর (২০১২)। অসমাপ্ত আত্মজীবনী। ঢাকা: ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। [৩] রহমান, শেখ মুজিবুর (২০১৭)। কারাগারের রোজনামচা। ঢাকা: বাংলা একাডেমী। [৪]রহমান, শেখ মুজিবুর (২০২০)। আমার দেখা নয়া চীন। ঢাকা: বাংলা একাডেমী। [৫] বিশেষ প্রতিবেদন। বঙ্গবন্ধু ও ছাত্রলীগ। ঢাকা: একুশে টেলিভিশন। ৪ জানুয়ারি ২০২০। [৬]কল্লোল, মিজানুর রহমান (২০২০)। ছাত্রছাত্রীদের জন্য বঙ্গবন্ধুর অমিয় ভাষণ। ঢাকা: উপমা প্রকাশ। [৭] আহমেদ, মুনশি শাহাবুদ্দীন (২০২০)। বঙ্গবন্ধুর ১০০ ভাষণ। ঢাকা: ন্যাশনাল পাবলিকেশন।]

রাজনীতি সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়