সৌমিত্র দাস : বাংলাদেশ হিন্দু পরিষদ হবিগঞ্জ জেলা কমিটির উদ্যেগে শনিবার (৪ সেপ্টেম্বর) এক নৌকা ভ্রমন অনুষ্ঠিত হযেছে। বানিয়াচং এর ঐতিহ্যবাহী আখড়া বিথঙ্গল এ মোমবাতি প্রজ্জলন করার সাথে বিশ্বশান্তি কামনায় ভগবানের কাছে প্রার্থনা করে এই নৌ ভ্রমন শুরু হয়।
তারপর নিকলি হাওরে রওয়ানা দেন পরিষদের নেতৃবৃন্দ। নৌ ভ্রমনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ডাঃবিশ্বজিৎ আচার্য্য বাংলাদেশ হিন্দু যুব পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস,ডি আর পিনাক,জেলা সাধারণ সম্পাদক রাজন দাশ,সাংগঠনিক সম্পাদক অসিত চৌধুরী গোবিন্দ দাস, অলক দাস,অসিত চৌধুরী সুমন, প্রনয় দাশ, সুজিত দাশ, অনিল দাস জেলা যুব পরিষদের সঞ্জিত দাশ, জোতিস দাস প্রমুখ।
সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান র মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানটির পরি সমাপ্তি ঘটে।