বাংলাদেশ স্কাউট বানিয়াচং উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা-২০২০ অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 23 November 2020
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ স্কাউট বানিয়াচং উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা-২০২০ অনুষ্ঠিত

অনলাইন এডিটর
November 23, 2020 1:51 pm
Link Copied!

ছবি: বাংলাদেশ স্কাউট বানিয়াচং উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা-২০২০

 

তাপস হোম, বানিয়াচং : বাংলাদেশ স্কাউট বানিয়াচং উপজেলার ত্রি বার্ষিক কাউন্সিল সভা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় নবনির্মিত বানিয়াচং উপজেলা পরিষদের হলরুমে ইউএনও মাসুদ রানার সভাপতিত্বে বাংলাদেশ স্কাউট বানিয়াচং উপজেলার ত্রিবার্ষিক কাউন্সিল সভা -২০২০ অনুষ্ঠিত হয়।কাউন্সিল সভায় প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড প্রাপ্ত রত্না উচ্চ বিদয়ালয়ের স্কাউট সাদেক সর্দারকে সংবর্ধনা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসরকারি সদস্য বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সর্দার প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলার সকল স্কাউট নেতৃবৃন্দ।