বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠিত : জীবন রবিদাস আহবায়ক ও সুবাস রবিদাস সদস্য সচিব - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 25 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠিত : জীবন রবিদাস আহবায়ক ও সুবাস রবিদাস সদস্য সচিব

অনলাইন এডিটর
August 25, 2020 5:33 am
Link Copied!

ছবি: বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠিত।

 

সংবাদ বিজ্ঞপ্তি : জীবন রবিদাস (হবিগঞ্জ সদর) কে আহবায়ক, বাবুল রবিদাস (আমু চা বাগান, চুনারুঘাট) ও বীরবল রবিদাস (নবীগঞ্জ) কে যুগ্ম-আহবায়ক এবং সুবাস রবিদাস (মধুপুর চা বাগান, বাহুবল) কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট; বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

০৩ (তিন) মাস মেয়াদি নবগঠিত আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন : ময়না রবিদাস (রশিদপুর চা বাগান, বাহুবল); নকুল রবিদাস, আমু চা বাগান, চুনারুঘাট); লবু রবিদাস (পাঁচগাঁও); কৃষ্ণ রবিদাস (বাহুবল); রামচরণ রবিদাস (হবিগঞ্জ সদর); সুমন্ত রবিদাস (হবিগঞ্জ সদর); রঙ্গলাল রবিদাস (বানিয়াচং); নন্দলাল রবিদাস (মাধবপুর); সুমন রবিদাস (শায়েস্তাগঞ্জ); সুগ্রীম রবিদাস (হবিগঞ্জ সদর); সাবিত্রী রানী রবিদাস (কামাইচড়া); রবি রবিদাস (ভাগিয়ার গাঁও, চুনারুঘাট); মিন্টু রবিদাস (লস্করপুর); সুমন রবিদাস (নালমুখ, চুনারুঘাট); রঞ্জু রবিদাস (হবিগঞ্জ সদর); সুনীল রবিদাস (আজমিরীগঞ্জ); বাবুল রবিদাস (লাখাই) ও জীবন রবিদাস (হবিগঞ্জ সদর)।

উল্লেখ্য, গত ১৭ জুলাই ২০২০ শুক্রবার বিকাল ৪ টায় চুনারুঘাটের আমু চা বাগানে স্থানীয় রবিদাস সংগঠক মনমোহন রবিদাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বাংলাদেশ রবিদাস ফোরাম বিআরএফ); কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মিলন রবিদাস।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা রবিদাস সমাজকল্যাণ সংস্থার সভাপতি জীবন রবিদাস, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)-হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সুবাস রবিদাস, সাধারণ সম্পাদক ময়না রবিদাস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী) এর হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক শফিকুল ইসলাম, বিডিইআরএম- মৌলভীবাজার জেলা শাখার নারী বিষয়ক সম্পাদক কুন্তী রানী রবিদাস, হবিগঞ্জ জেলা জয় রবিদাস ইয়ং গ্রুপের সভাপতি সুমন্ত রবিদাস, স্থানীয় রবিদাস সংগঠক হীরালাল রবিদাস, মানিক রবিদাস, কৃষ্ণ রবিদাস, বাবুল রবিদাস, নকুল রবিদাস, হীরালাল রবিদাস (বিজয়), সাধন রবিদাস, পিন্টু রবিদাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রঞ্জিত রবিদাস প্রমুখ।

নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ আগামী ৯০ (নব্বই) কার্যদিবসের মধ্যে হবিগঞ্জ জেলাধীন সকল উপজেলার রবিদাস প্রতিনিধিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মতামতের ভিত্তিতে সম্মেলন আয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা করবেন। কমিটি গঠনের পাশাপাশি সভায় আমু চা বাগান ও আমুরোড বাজারে রবিদাস জনগোষ্ঠির সাথে চলমান বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা ও কতিপয় সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।

বার্তা প্রেরক
জীবন রবিদাস
আহবায়ক
বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)
হবিগঞ্জ জেলা শাখা।