বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি : এমপি মজিদ খান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 25 October 2020
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি : এমপি মজিদ খান

Link Copied!

স্টাফ রিপোর্টার :   হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানাতে এখানে এসেছি। আমরা জানি, এবার কোভিড-১৯ এর জন্য আপনাদের অনেক বিধিনিষেধের মধ্য দিয়ে এই পূজা পালন করতে হচ্ছে। দূর্গা উৎসবের অনেক কিছুই আপনারা পালন করতে পারছেন না।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি যে, দেবীদূর্গা আবির্ভূত হয়েছিলেন পৃথিবীতে অসুরকে পরাজিত করবার জন্যে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, অসত্যকে দূর করে সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য। এখনো সেই অন্যায়ের বিরুদ্ধে, সেই অসত্যের বিরুদ্ধে, অসুন্দরের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের ন্যায় ও সুন্দরকে প্রতিষ্ঠা করতে হবে।

ছবি : বানিয়াচংয়ে একটি পূজামন্ডপ পরিদর্শন করার সময় বক্তব্য রাখছেন হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

এমপি মজিদ খান আরো বলেন, আমরা আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক মানুষ। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান আমরা সবাই একসঙ্গে বাস করছি। সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এ দেশ আমাদের সকলের। সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। আপনাদের যে কোন সমস্যা হলে আমাকে জানাবেন আমি আপনাদের পাশে আছি থাকব ইনশাল্লাহ। আমার মোবাইল সব সময় খোলা।
শনিবার (২৪ অক্টোবর) রাতে দলীয় নেতা কর্মী স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃনেদর সাথে নিয়ে বানিয়াচং রামকৃষ্ণ মিশন ও শিববাড়ি পুজা মন্ডপ পরিদর্শন এমপি আব্দুল মজিদ খান এসব কথা বলেন।
পুজ পরিদর্শনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ দেব,সাধারণ সম্পাদক মাধব দেব,৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেখাছ মিয়া, চেয়ারম্যান হাবিবুর রহমান, ফজলুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিপুল ভূষণ রায়, আইডিয়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফান উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু আশফাক চৌধুরী বাবু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ জেড উজ্জ্বল, সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইম হাসান পুলকসহ নানা শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।