বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানী লি: এর অগ্নী বীমা বাবদ চেক হস্তান্তর - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 5 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানী লি: এর অগ্নী বীমা বাবদ চেক হস্তান্তর

Link Copied!

গত ১১/০৬/২০২০ইং রোজ বৃহস্পতিবার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর ঋণ গৃহীতা মেসার্স শ্যামা ফ্যাশন, প্রোঃ মোঃ অলিউর রহমান কে অগ্নী বীমা বাবদ ৪,৮০,১০৫/- (চার লক্ষ আশি হাজার একশত পাঁচ) টাকার চেক হস্তান্তর করেন বিজিআইসি লিঃ হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক আলহাজ্ব হারুনুর nরহিম রূপজ।

এতে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড হবিগঞ্জ এর শাখা ব্যবস্থাপক জনাব ইশতেয়াক আহম্মদ তরফদার ও অফিসার জনাব মোঃ জয়নাল আবেদীন।