বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল জনাব আলী সরকারি কলেজ ছাত্রলীগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 13 January 2022

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল জনাব আলী সরকারি কলেজ ছাত্রলীগ

Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ র‍্যালির আয়োজন করেছে জনাব আলী সরকারি কলেজ ছাত্রলীগ।

জনাব আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ আলম রাজুর পরিচালনায় আনন্দ র‍্যালীটি জনাব আলী সরকারি কলেজ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় কলেজর শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

বুধবার(১২জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। আনন্দ র‍্যালিতে কলেজ ছাত্রলীগের নেতাকর্মী ছাড়া ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আনন্দ র‍্যালি শেষে সভায় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমদাদুল হক মাসুম,ঢাকা চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগের সহ-সভাপতি ডাঃ মঈনুল হাসান শাকিল,বানিয়াচং উপজেলা ছাত্রলীগ নেতা লিটন মিয়া,বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সাহেদুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম হৃদয়,উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আশরাফুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রলীগ নেতা শেখ সবুজ,উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য তুহিন,উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফরহাদ,উপজেলা ছাত্রলীগ নেতা তাহমিদ।

র‌্যালি ও পথসভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাসকিন,কলেজ ছাত্রলীগ নেতা ফয়সল,কলেজ ছাত্রলীগ নেতা মিশু,উপজেলা ছাত্রলীগ নেতা সুমন,বিদু,মোজাম্মিল,মিলন,হাসান,নিশাত,শিপন,দিলশাদ।

সভায় বক্তরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে কাজ করার আহবান জানান।

বানিয়াচং সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়