মনর উদ্দিন মনির, লাখাই : ‘বাংলাদেশ ছাত্রকল্যান ফেডারেশন’ লাখাই উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রকল্যাণ ফেডারেশন হবিগঞ্জ জেলা সভাপতি মজনু আলম তুহিন ও সাধারণ সম্পাদক শাহ মোঃ ইরফান-এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি দেওয়া হয়েছে।
নব-গঠিত কমিটিতে সোহাগ চৌধুরীকে সভাপতি ও হৃদয় চৌধুরীকে সাধারণ সম্পাদক করে আগামী ৬ মাসের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: পলাশ দাশ, জামাল মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক: শিপার মাহমুদ জুম্মান, আতাউর রহমান, হাসিবুল আহসান রায়হান, সাংগঠনিক সম্পাদক: নুর উদ্দিন, কে.আর চৌধুরী ইমন, মোশারফ পারভেজ।
উল্লেখ্য: উক্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির নিকট জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।