এই পৃথিবীতে বেঁচে থাকতে হলেও যেমন আমাদের খাদ্যের প্রয়োজন আছে; তেমনিভাবে সমাজে ঠিকে থাকতে হলে সমালোচকদের সমালোচনাও আমাদের প্রয়োজন আছে।
এই সমাজে আলোচনা আর সমালোচনা কে ঘিরেই আমাদের বসবাস। সমাজে একসাথে বসবাস করতে গিয়ে আলোচনা ও সমালোচনার মধ্যে আমরা নিজেদের-কে জড়াতে হয়।আলোচনা শব্দটি সবার মুখে অতীব সুন্দর দেখালেও, সমালোচনা শব্দটি যেন মনে হয় ক্ষতিকারক সবার জন্য।
সাধারণত মানু্ষের প্রতিটি কাজের যেমন প্রশংসাকারী থাকে, তেমনি সমালোচনাকারীও থাকে। যারা আমাদের কাজকর্ম-কে প্রশংসা করে তাদেরকে আমরা বন্ধু মনেকরি। অপরদিকে, যারা আমাদের কাজকর্ম-কে সমালোচনা করে তাদেরকে আমরা শত্রু মনেকরি। জীবনে চলার পথে যেমন বন্ধু তৈরি হয়, তেমনি শত্রু ও তৈরি হয়। শুধু বিপদের সময় এই বিষয়টি স্বতঃস্ফুর্তভাবে উপলব্ধি করা যায়।
যদি আমরা নিজেকে নিজে প্রশ্ন করি, কে বা কারা আমাদের কাজের সমালোচনা করে? তাহলে উত্তরটা সহজেই আমরা পেয়ে যাব। যেমন, সমালোচনা তারাই করে, যারা আমাদের সাথে ভালো কাজগুলোতে অংশ গ্রহন করতে পারে না, আমাদের সাথে খাপখাওয়ায়ে চলতে পারেনা, আমাদের সফলতা কে গ্রহন করতে পারে না, এমনকি আমরা বড় হই সেটা তারা মেনে নিতে পারে না। এই কয়েকটি কারণের জন্যেই, আমাদের কাজগুলোকে নিয়ে তারা সমালোচনা করে। আর তাদের এই সমালোচনাকে যদি আমরা অনুপ্রেরণা হিসেবে নিয়ে চলতে পারি, তাহলে আমরা আরো একধাপ এগিয়ে যাব সামনের দিকে।
সমাজে যে কাজে যত বাধা-বিপত্তি বেশি, সে কাজ কষ্ট হলেও আনন্দ অনেক বেশি। আমাদের সমাজে ভালো কাজগুলো একদল মানুষ সহজে গ্রহন করতে পারে না। ভালো কাজগুলো যেন তাদের কাছে মনে হয় একধরনের অভিশাপ। যখন আমরা ভালো কোনো কাজ করার উদ্যোগ হাতে নেই, ঠিক তখনই একদল লোক এসে সমালোচনা শুরু করে দেয়। আর অনেকেই সমালোচনা সহ্য না করতে পেরে, কাজের শুরুতেই ইতি ঘটায়।
যাইহোক, একটি কথা সবসময় মনে রাখা শ্রেয় যে, সমালোচকদের সমালোচনাই আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্যই, নেলসন ম্যান্ডেলা বলেছেন, “যদি তোমাকে তোমার কাজের জন্য কেউ ঘৃনা না করে, তাহলে তোমার কাজগুলো বিরক্তিকর।” একদম সত্যিই! যদি আমরা একটি জায়গায় বক্তৃতা দেয় এবং সেই জায়গায় যদি আমাদের বক্তব্য শোনার পর মন্তব্য করার মত কেউ না থাকে, তাহলে কেই-বা আমাদের কথার আলোচনা কিংবা সমালোচনা করবে।
আমরা জানি, আলোচিত হতে হলে, সমালোচিত হতে হয়। সমালোচনা ছাড়া কেউ সমাজে আলোচিত হতে পারে না। সেইজন্য, জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে সমালোচকদের সমালোচনা আমাদের খুবই প্রয়োজন। সমালোচকদের কাছে সমালোচনা মানেই ক্ষতি সাধন করা মনে হলেও, তাদের সমালোচনা হোক আমাদের অনুপ্রেরণা।
লেখক, জাবেদুর রহমান,
সাংবাদিক ‘দৈনিক আমার হবিগঞ্জ
শিক্ষার্থী, নবীগঞ্জ সরকারি কলেজ ইংরেজি বিভাগ ৩য় বর্ষ।