বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী বলেছেন,বর্তমান সরকার এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
দেশ এখন উন্নয়নের মহাসড়কে।প্রধানমন্ত্রীর নেতৃত্ব আজ বিশ্বব্যাপী প্রশংসিত। দেশের মানুষের কল্যানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সদাসর্বদা আত্মনিবেদিত।
তিনি শাষক নন বরং জনগনের সেবক পরিচয়েই স্বাচ্ছন্দ্য বোধ করেন।তার কারনেই এদেশের মানুষের জীবনমানে বৈপ্লবিক পরিবর্তন এসেছে।মানুষ এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেকবেশী ভালো ও সুন্দর অবস্থায় জীবন কাটাচ্ছেন।
মাধবপুরে উপজেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে প্রকল্পগ্রামে ক্ষুদ্র ঋণ ও অসহায়,দুঃস্ত ও প্রতিবন্ধী লোকজনের মাঝে হুইল চেয়ার ও স্মার্ট কেইন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে কথাগুলো বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী।
শুক্রবার (৩১ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন স্বচ্ছতায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহ্সান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও আদাঐর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনুমাধব রায়,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোজাহিদ বিন ইসলাম,উপজেলা যুবলীগ সভাপতি ও আদাঐর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক পাঠান,সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস চকদার মাখন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত,পৌর মেয়র হাবিবুর রহমান,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফারজানা বিনতে মাহমুদ, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক এরশাদ আলী, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান,আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারী সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে কৃষি অফিসার আল মামুন হাসান,প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) নুর মামুন,এলজিইডি প্রকৌশলী শাহ আলম প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আশরাফ আলী। সঞ্চালনা করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা ইকবাল হোসেন খান ও মিজানুর রহমান।