বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে এনএসআই - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 27 June 2022
আজকের সর্বশেষ সবখবর

বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে এনএসআই

এম এ রাজা
June 27, 2022 10:07 am
Link Copied!

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) এর পক্ষ থেকে হবিগঞ্জে ত্রাণ বিতরণ করছে হবিগঞ্জ জেলা এনএসআই।

রবিবার (২৬ জুন) সকাল ১০ টা থেকে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় ৫২০ পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়।

বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য ১ হাজার ৭শত টাকা মূল্যমানের ত্রাণসামগ্রী দেওয়া হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- চিড়া,বিস্কুট, চানাচুর,ঔষধ,খেজুর,পানি,চানাচুর,তেল,ডাল,চাল,লবণ,চিনি। একদিনে প্রায় ১০ লক্ষ টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানান এনএসআই এর পক্ষ ।

উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- উপ-পরিচালক, সহকারী পরিচালকসহ এনএসআই,হবিগঞ্জ এর সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিরেন আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ,পুলিশ কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধিগণ।