বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে আজমিরীগঞ্জের পাহাড়পুর। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 13 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে আজমিরীগঞ্জের পাহাড়পুর।

Link Copied!

 

মোস্তফা কামাল, আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জের পাহাড়পুরে বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে বাজার ও বসতবাড়ি। ব্যবসায়ী অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বাজারের অন্য ব্যবসায়ীরা।

পাহাড়পুর বাজারে প্রতিদিন এক হাজার থেকে দের হাজার লোকের আসা যাওয়া। কালীন নদীর পানি ভয়াবহ ভাবে বেড়ে বিপদ সংকেত দেখা দিয়েছে। তলিয়ে যাচ্ছে বসতবাড়ি। অসহায় হয়ে পড়েছে এলাকার মানুষ।

এই দুর্যোগে মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে আজমিরীগঞ্জের পাহাড়পুরবাসী।

জনপ্রতিনিধিদের সহযোগিতা আশা করছে পাহাড়পুরবাসী।