মোঃ খায়রুল ইসলাম সাব্বির : থেমে নেই মানবতার কল্যানে, প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন অসহায় মানুষে জন্য। সোমবার (২০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্যা প্লাবিত দূর্গম এলাকা ও দরিদ্রদের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সমগ্রী বিতরণ করেন সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীগঞ্জ উপজেলার ইলামপুর, শংকরপুর, খলিলপুর, আনোয়ারপুর গালিমপুর সহ নিচু অঞ্চল আর বাহুবল উপজেলার রউয়াইল, বাগদাইর, বক্তারপুর, গগলপুর সোয়াইয়াসহ আরো বেশ কিছু নিচু অঞ্চলে বন্যায় প্লাবিতা অসহায় মানুষের মাঝে খাদ্য সমগ্রী বিতরণ করা হয়।
এসময় সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী জানান, কিছু মহৎপ্রাণ মানুষ আমাদের এই কাজে এসেছেন আন্তরিক সহযোগিতায়। প্রতিদিনই ফোন পাচ্ছি, লোকজনদের আরো সহযোগিতা দরকার। হয়তো এমন আরো খবর আসতেই থাকবে। এই কঠিন সময়ে সামর্থ অনুযায়ী মানুষ হিসাবে মানুষের পাশে থেকে সাহায্য করতে আমরা সবাই যেন এগিয়ে আসি।
তিনি আরো জানান, হবিগঞ্জ জেলা প্রশাসক’কে আমি ফোনে জানিয়েছি। আশা করি, হবিগঞ্জ জেলা প্রশাসক’র আন্তরিক সহযোগিতায় সরকারের ত্রান মানুষের কাছে সুষ্ঠভাবে পৌছাবে।