বন্ধ পাটকল চালু, শ্রমিক ছাঁটাই বন্ধ ও অটোরিকশা নাম্বার প্লেটের দাবিতে শ্রমিক সমাবেশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 11 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বন্ধ পাটকল চালু, শ্রমিক ছাঁটাই বন্ধ ও অটোরিকশা নাম্বার প্লেটের দাবিতে শ্রমিক সমাবেশ

Link Copied!

 

হবিগঞ্জ সদর : ২৫টি পাটকল বন্ধ করে আধুনিকায়ন করা, করোনাকালে শ্রমিক ছাঁটাই বন্ধ করা, ব্যাটারিচালিত অটোরিকশা নাম্বার প্লেট প্রদান করা, বিনামূল্যে করোনা টেস্ট, সকল শ্রমিকদের ত্রান প্রদানসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারি ফেডারেশন এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অটোরিকশা শ্রমিক ও শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার উদ্যোগে আজ সকাল ১১.৩০ মিঃ হবিগঞ্জ টাউন হল প্রাঙ্গনে শারিরীক দূরত্ব বজায় রেখে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার আহবায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অটোরিকশা আন্দোলনের শ্রমিক নেতা আব্দুল কাইয়ুম, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- বামজোট হবিগঞ্জ জেলার নেতা পীযুষ চক্রবর্তী, ব্যবসায়ী রাইমূল ইসলাম চৌধুরী, অটোরিক্সা আন্দোলনের শ্রমিক নেতা সালেক মিয়া, বারিক মিয়া, আব্দুল জব্বার, মাসুক মিয়া, সামছুর রহমান, শাহজাহান মিয়া, আলাউদ্দিন মিয়া, নিজাম উদ্দিন, হিরা মিয়া, আব্দুল গণি প্রমুখ।

বক্তাগণ বলেন করোনাকালে সরকার ২৫টি পাটকল বন্ধ করে প্রায় ৭০ হাজার শ্রমিকের পেটে লাথি দিয়েছে। বিভিন্ন কলকারখানা ও
গার্মেন্টসগুলোতে ব্যাপক শ্রমিক ছাঁটাই করে শ্রমিকদেরকে
মানবেতর জীবনের দিকে ঠেলে দিচ্ছে। হবিগঞ্জ জেলায় অনেকদিন থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নাম্বার প্লেটের দাবিতে আন্দোলন করে আসছে। তাই অবিলম্বে বন্ধ পাটকল চালু করে আধুনিকায়ন করতে হবে, শ্রমিক ছাাঁটাই বন্ধ করতে হবে এবং হবিগঞ্জের ব্যাটারিচালিত অটোরিকশা নাম্বার প্লেট প্রদান করতে হবে।