বন্ধের দিনে হবিগঞ্জ আদালতে নারীসহ আপত্তিকর অবস্থায় ধরা এপিপি আবুল কালাম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 19 January 2020
আজকের সর্বশেষ সবখবর

বন্ধের দিনে হবিগঞ্জ আদালতে নারীসহ আপত্তিকর অবস্থায় ধরা এপিপি আবুল কালাম

অনলাইন এডিটর
January 19, 2020 12:18 am
Link Copied!

বিশেষ প্রতিবেদনঃ সরকারী ছুটির দিনে জনৈক প্রমোদবালাকে নিয়ে হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের এপিপি’র কক্ষে অবস্থান করার অভিযোগে এপিপি এডভোকেট আবুল কালামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধায় সদর থানার পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। তিনি সদর উপজেলার তেতৈয়া গ্রামের বাসিন্দা ও  ৫ নং গোপায়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাছাড়া তিনি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি জনাব আবু জাহির এমপির ঘনিষ্ঠ সহচর হিসেবে আদালত পাড়ায় ত্রাসের রাজত্ব করে আসছিলেন।

ছবিঃ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতিকে এপিপি আবুল কালাম ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সাম্প্রতিক ছবি।

সদর থানার ওসি মাসুক আলী জানান, গত শুক্রবার দুপুর ১টার সময় বোরকা পড়া এক মহিলাকে নিয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের তৃতীয় তলায় সরকার কর্তৃক বরাদ্দকৃত এপিপি’র রুমে দরজা বন্ধ করে প্রায় এক ঘন্টা সময় কাটান। বিষয়টি কোর্ট পুলিশের নজরে আসলে মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে অবগত করেন। তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল হুদা চৌধুরীকে ঘটনাস্থলে পাঠান। ঘটনাস্থলে আসার আগে আবুল কালাম ওই মেয়েটিকে রিক্সায় তুলে পাঠিয়ে দেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আবুল কালামকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি ম্যাজিস্ট্রেটের সাথে অশোভন আচরণ করেন এবং মোটরসাইকেল যোগে দ্রুত চলে যান।

এ নিয়ে আদালত পাড়ায় সর্বত্র তোলপাড় সৃষ্টি হলে বিষয়টি নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ম্যাজিস্ট্রেট সদর থানাকে অবগত করেন। এরই প্রেক্ষিতে গত শুক্রবার রাত ১০টায় ওসি অপারেশন দৌস মোহাম্মদ শহরের মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে আবুল কালামের বাসা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শনিবার সন্ধায় তাকে কোর্টে পাঠানো হয়। এ ঘটনায় সদর থানার এসআই খুরশেদ আলী বাদী হয়ে এপিপি এডভোকেট আবুল কালামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

ছবিঃ এপিপি আবুল কালামের নির্বাচনী পোস্টার

উল্লেখ্য, এপিপি এডভোকেট আবুল কালাম বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি জনাব আবু জাহির এমপির ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচয় দিয়ে পোস্টার করে সবার নজরে এসেছিলেন। যদিও তিনি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেও ৪র্থ হয়েছিলেন।