বটি-দা দেয়া নেয়াকে কেন্দ্র করে বানিয়াচঙ্গে নিহত-১ আটক-১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 10 August 2020
আজকের সর্বশেষ সবখবর

বটি-দা দেয়া নেয়াকে কেন্দ্র করে বানিয়াচঙ্গে নিহত-১ আটক-১

অনলাইন এডিটর
August 10, 2020 11:58 pm
Link Copied!

ছবি: আটক ইমন মিয়া ও নিহত ধলাই মিয়া (৬০)

 

মোঃ খায়রুল ইসলাম সাব্বির || হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামে মহিলাদের মাঝে বটি-দা দেয়া নেয়াকে কেন্দ্র করে ১ জন নিহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বানিয়াচং বলাকীপুর ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। নিহত ধলাই মিয়া (৬০) মৃত মধু মিয়ার ছেলে, বলাকীপুর ইউনিয়ন এর বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায় বটি-দা নিয়ে ইমন মিয়া এবং তার স্ত্রীর সাথে তর্কবিতর্ক শুরু হয় নিহত ধলাই মিয়ার স্ত্রীর সাথে, এ সময় ঝগড় থামানোর জন্য ধলাই মিয়া ইমন কে একটি থাপ্পর দিলে রাগের মাথায় ইমন ধলাই মিয়ার গলা চেপে ধরে। এক পর্যায়ে ধলাই মিয়া অজ্ঞান হয়ে পরলে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু বরণ করেন ধলাই মিয়া (৬০)।

এ সময় বলাকীপুর গ্রামের বাসিন্দা অনু মিয়ার পুত্র ইমন মিয়া (২৪) কে এলাকাসী আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে বানিয়াচং থানার ওসি ইমরান আহমেদ এর সাথে কথা বললে তিনি “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মামলা হয়নি, তবে জিজ্ঞেসার জন্য ইমন মিয়াকে থানায় নিয়ে আসা হয়েছে।