‘বঙ্গমাতা অদম্য উদ্যোক্তা’ অনুদান পেলেন হবিগঞ্জের সুমা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 13 August 2022
আজকের সর্বশেষ সবখবর

‘বঙ্গমাতা অদম্য উদ্যোক্তা’ অনুদান পেলেন হবিগঞ্জের সুমা

Link Copied!

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সিলেট বিভাগে ১০জনসহ ২৫০ জন নারী ‘বঙ্গমাতা অদম্য উদ্যোক্তা’দের অনুদান দেয়া হয়েছে। তাদেরকে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ২৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে আইসিটি বিভাগ।

এর মধ্যে হবিগঞ্জ থেকে ‘বঙ্গমাতা অদম্য উদ্যোক্তা’ অনুদান পেয়েছেন Women and e-commerce trust (WE) এর হবিগঞ্জ জেলা প্রধান মোছা: শামছুন্নাহার সুমা। গত সোমবার (৮আগস্ট) আইসিটি মন্ত্রণালয় ভবনে এই অনুদান প্রদান করা হয়। অনুদান হিসেবে তিনি ৫০ হাজার টাকার চেক পেয়েছেন ।

আইডিয়া প্রকল্পের অধীনে আইসিটি প্রতিমন্ত্রীর প্রতিশ্রুত ২ হাজার নারীকে অনুদান দেয়ার অংশ হিসেবে প্রথম ধাপে এই অনুদান দেয়া হয়। এর মধ্যে সংগঠন হিসেবে সবচেয়ে বেশি সদস্য হিসেবে উইমেন এন্ড ই-কমার্স (উই) এর ১৮৮ নারী উদ্যোক্তা এই অনুদান পেয়েছেন।

এছাড়াও ই-ক্যাবের ২০ জন নারী উদ্যোক্তা রয়েছেন। বাকি ৪২ জনের মধ্যে আনন্দমেলা থেকে ৩১ এবং উইমেন অন্ট্রপ্রিনিউরস্ অব বাংলাদেশ (ওয়েব) থেকে ১১ জন এই অনুদান লাভ করেছেন।